SSC 2027 Syllabus : এসএসসি পরীক্ষা ২০২৭ এর জন্য নতুন সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
যেখানে এসএসসি পরীক্ষা ২০২৭ সালের জন্য বাংলা প্রথম পত্র পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে অর্থাৎ নতুন সিলেবাসের বাংলা
পরীক্ষা আয়োজন করা হবে। এছাড়া ২০২৭ সালে এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে নতুন মানবন্টন অনুযায়ী।
সেই মান বন্টন প্রকাশ করা হয়েছে, আমরা তুলে ধরছি তাদের সেই সকল মানবন্টন এবং যাবতীয় সকল নিয়ম কানুন।
এসএসসি ২০২৭ সিলেবাস – SSC 2027 Syllabus
২০২৫ সালের বাকি সকল বিষয়গুলো একইরকম থাকবে শুধুমাত্র বাংলা ১ম পত্র ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
তাই শুধুমাত্র বাংলা সিলেবাস প্রকাশ করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলা সিলেবাস নিচে তুলে ধরছে।
যেখান থেকে শিক্ষার্থীরা দেখে নিতে পারবে বাংলার কোন কোন অধ্যায় রয়েছে তাদের সিলেবাসে।
এসএসসি ২০২৭ নম্বর বন্টন
নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। ২০২৭ সালের এই নিয়ম অনুযায়ী সকল বিষের পরীক্ষায় আয়োজন করা হবে।
আমরা নিচে সকল বিষয়ের নম্বর বন্টন তুলে ধরছি। যেখান থেকে শিক্ষার্থীরা দেখে নিতে পারবে কোন বিষয়ে কত নম্বরে এবং কিভাবে পরীক্ষায় আয়োজন করা হবে।
বাংলা প্রথম পত্র মানবন্টন
- সৃজনশীল ৫০ নম্বর
- বহুনির্বাচনী 30 নম্বর
- বর্ণনামূলক প্রশ্ন ২০ নম্বর
বাংলা দ্বিতীয় পত্র মানবন্টন
- রচনামূলক প্রশ্ন ৭০ নম্বর
- বহুনির্বাচনি প্রশ্ন ৩০ নম্বর
গণিত মানবন্টন
- সৃজনশীল ৫০ নম্বর
- সংক্ষিপ্ত প্রশ্ন ২০ নম্বর
- বহুনির্বাচনি প্রশ্ন ৩০ নম্বর
ইংরেজি প্রথম পত্র মানবন্টন
- রিডিং অংশ ৭০ নম্বর
- রাইটিং অংশ ৩০ নম্বর
ইংরেজি দ্বিতীয় পত্র মানবন্টন
- গ্রামার অংশ ৬০ নম্বর
- রাইটিং অংশ ৪০ নম্বর
বিজ্ঞান মানবন্টন
- সৃজনশীল প্রশ্ন ৫০ নম্বর
- সংক্ষিপ্ত প্রশ্ন ২০ নম্বর
- বহু নির্বাচনী প্রশ্ন ৩০ নম্বর
হিসাববিজ্ঞান মানবন্টন
- সৃজনশীল প্রশ্ন ৪০ নম্বর
- আর্থিক বিবরণী প্রস্তুত ২০ নম্বর
- সংক্ষিপ্ত প্রশ্ন ১০ নম্বর
- নির্বাচনী প্রশ্ন ৩০ নম্বর
ফিন্যান্স ও ব্যাংকিং মানবন্টন
- সৃজনশীল প্রশ্ন ৫০ নম্বর
- সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ২০ নম্বর
- বহুনির্বাচনের ৩০ নম্বর
পদার্থবিজ্ঞান মানবন্টন
- সৃজনশীল ৪০ নম্বর
- সংক্ষিপ্ত প্রশ্ন ১০ নম্বর
- বহুনির্বাচনী ২৫ নম্বর
- ব্যবহারিক ২৫ নম্বর
রসায়ন মানবন্টন
- সৃজনশীল ৪০ নম্বর
- সংক্ষিপ্ত প্রশ্ন ১০ নম্বর
- বহুনির্বাচনী ২৫ নম্বর
- ব্যবহারিক ২৫ নম্বর
জীববিজ্ঞান মানবন্টন
- সৃজনশীল ৪০ নম্বর
- সংক্ষিপ্ত প্রশ্ন ১০ নম্বর
- বহুনির্বাচনী ২৫ নম্বর
- ব্যবহারিক ২৫ নম্বর
উচ্চতর গণিত মানবন্টন
- সৃজনশীল ৪০ নম্বর
- সংক্ষিপ্ত প্রশ্ন ১০ নম্বর
- বহুনির্বাচনী ২৫ নম্বর
- ব্যবহারিক ২৫ নম্বর
কৃষি শিক্ষা মানবন্টন
- সৃজনশীল ৪০ নম্বর
- সংক্ষিপ্ত প্রশ্ন ১০ নম্বর
- বহুনির্বাচনী ২৫ নম্বর
- ব্যবহারিক ২৫ নম্বর
গার্হস্থ্য বিজ্ঞান মানবন্টন
- সৃজনশীল ৪০ নম্বর
- সংক্ষিপ্ত প্রশ্ন ১০ নম্বর
- বহুনির্বাচনী ২৫ নম্বর
- ব্যবহারিক ২৫ নম্বর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানবন্টন
- ব্যবহারিক 25 নম্বর
- সংক্ষিপ্ত প্রশ্ন ১০ নম্বর
- নির্বাচনী ১৫ নম্বর
মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল তথ্য পেতে যুক্ত থাকুন Shovon Study সাথে।
I think this is among the most important info for me. And i’m happy reading your article. However want to statement on few general issues, The site taste is wonderful, the articles is in point of fact nice : D. Good process, cheers