SSC Exam সৃজনশীল এবং বহুনির্বাচনী অংশের শিক্ষার্থী কত নম্বর পেলে পাস করবে তা অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছিল। শিক্ষার্থীদের কে জানাবো কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে।
যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব তা হলোঃ
- ৭০ নম্বর সৃজনশীল কত নম্বরে পাশ ?
- ৫০ নম্বর সৃজনশীল ছিল কত নম্বরে পাস ?
- 30 নম্বর বহুনির্বাচনি কত নম্বরে পাস ?
- ২৫ নম্বর বহুনির্বাচনি কত নম্বরে পাশ ?
৭০ নম্বর সৃজনশীলে কত নম্বরে পাশ ?
৭০ নম্বরের সৃজনশীল SSC Exam আয়োজন করা হয় বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র গণিত সহ গুরুত্বপূর্ণ সকল সাবজেক্টে।
যে সকল সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা নেই সেখানেই ৭০ নম্বরে পরীক্ষা হয়ে থাকে। এই ৭০ নম্বরে শিক্ষার্থীকে পাস করার জন্য আলাদাভাবে 23 নম্বর পেতে হবে
অর্থাৎ 70 এর মধ্যে যদি শিক্ষার্থী ২৩ নম্বর পায়। তবে শিক্ষার্থীকে পাস দেখানো হবে, আর নয়তো শিক্ষার্থী সম্পন্ন সাবজেক্টে ফেল দেখাবে।
৭০ নম্বরে যে সকল বিষয় পরীক্ষা হয় তা হলঃ
- বাংলা প্রথম পত্র
- বাংলা দ্বিতীয় পত্র
- সাধারণ গণিত
- হিসাববিজ্ঞান
- ব্যবসা উদ্যোগ
- ফিন্যান্স ও ব্যাংকিং
- পৌরনীতি
- ইতিহাস
- অর্থনীতি
- ভূগোল
- ধর্ম ও নৈতিক শিক্ষা
- বিজ্ঞান
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়
৫০ নম্বর সৃজনশীল ছিল কত নম্বরে পাস ?
৫০ নম্বর সৃজনশীল পরীক্ষা আয়োজন করা হয়, বিজ্ঞান বিভাগ ও কয়েকটি চতুর্থ বিষয়ের উপরে অর্থাৎ যে সকল বিষয়ের উপর
ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেখানে ৫০ নম্বরে পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে। এই জায়গায় শিক্ষার্থীকে পাস করার জন্য ৫০ নম্বরের মধ্যে সর্বমোট 17 নম্বর পেতে হবে,
কোন কারণে যদি শিক্ষার্থীর 17 নম্বরের কম পায় তাহলে তাকে ফেল দেখানো হবে। তাই ৫০ নম্বরের মধ্যে অবশ্যই পাস করার জন্য ১৭ নম্বর পেতেই হবে।
যে সকল বিষয়ে ৫০ নম্বরে পরীক্ষা হয় তা হলোঃ
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- জীববিজ্ঞান
- উচ্চতর গণিত
- কৃষি শিক্ষা
- গার্হস্থ্য বিজ্ঞান
30 নম্বর বহুনির্বাচনি কত নম্বরে পাস ?
৩০ নম্বরে বহুনির্বাচনী পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে, যে সকল বিষয় ব্যবহারিক নেই সেই সকল বিষয়ে যেমন বাংলা প্রথম পত্র
দ্বিতীয় পত্র গণিত ইসলাম শিক্ষা বিজ্ঞান সমাজ সহ কয়েকটি বিষয় বাংলাদেশ ও বিশ্বপরিচয় হিসাববিজ্ঞান ব্যবসা
ফিন্যান্স পৌরনীতি অর্থনীতি ভূগোল ইতিহাস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সাবজেক্টে এখানে শিক্ষার্থী পাস করার জন্য ৩০ নম্বরের
মধ্যে ১০ নম্বর পেতে হবে অর্থাৎ দশটি নির্বাচনী সকল শিক্ষার্থীর হতে হবে, তবে শিক্ষার্থী ওই বিষয়ে পাস করবে।
২৫ নম্বর বহুনির্বাচনি কত নম্বরে পাশ ?
২৫ নম্বরে বহুনির্বাচনী পরীক্ষা পাস করার জন্য শিক্ষার্থী দরকার হবে সর্বমোট ৮ নম্বর। যদি কোন শিক্ষার্থী ৮ নম্বরে কম পায় তাহলে কিন্তু ওই সাবজেক্ট দেখে ফেল দেখাবে।
যে সকল বিষয়ে ২৫ নম্বরে বহুনির্বাচন পরীক্ষা হয় তা হল পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত কি যে শিক্ষার গার্হস্থ্য অর্থনীতি তথ্য যোগাযোগ প্রযুক্তি কৃষি শিক্ষা।
মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল তথ্য পেতে যুক্ত থাকুন Shovon Study সাথে।
Pingback: SSC Exam GPA System | A+ A A- B C D - Shovon Study