SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট – SSC Result by SMS

SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট – SSC Result by SMS

এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট খুব দ্রুত দেখা যাবে। সবার আগে একমাত্র এসএমএসের মাধ্যমে ফলাফল দেখা যাবে।

সঠিক নিয়মে এসএমএস পাঠাতে হবে এবং সঠিক সময় এসএমএস পাঠাতে হবে। আজকে আমরা জানাবো কিভাবে এসএমএসের মাধ্যমে একজন শিক্ষার্থী তার ফলাফল দেখতে পারবে।

প্রথমত মোবাইল ফোনে ব্যালেন্স থাকতে হবে। অবশ্যই যে কোন সিম থেকে শিক্ষার্থী এখানে এসএমএস পাঠাতে পারবে। অর্থাৎ কোন প্রকার নির্দিষ্ট সিম করা নেই।

আরও পড়ুনঃ SSC মার্কশিটসহ ফলাফল দেখুন 2025

যে কোন সিম থেকে শিক্ষার্থী ছাড়ে এসএমএস পাঠিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। নিচে আমরা এসএমএস পাঠানোর সঠিক নিয়ম তুলে ধরছি।

শিক্ষার্থীরা চাইলে এসএমএস ছাড়াও অনলাইনের মাধ্যমে ফলাফল দেখতে পারবে, তবে অনেক সময় অনলাইনে ওয়েবসাইটে সমস্যা করে।

সঠিক সময় ফলাফল দেখতে পাওয়া যায় না। কারণ অনেক শিক্ষার্থী অভিভাবক একসাথে ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে প্রবেশ করে।

এ কারণে এসএমএস এসএসসি রেজাল্ট 2025 সবচেয়ে কার্যকরী উপায় বলে মনে করে শিক্ষা বিশ্লেষকগণ।

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ১৬২২২ নাম্বার অর্থাৎ এই নাম্বারে মেসেজ পাঠাতে হবে।

এরপর মেসেজ অপশনে গিয়ে নিচের উল্লেখিত মেসেজটি সুন্দর করে নিজের বোর্ডের নামে টাইপ করতে হবে

এবং নিজের রোল নাম্বার ব্যবহার করতে হবে আমরা নিচে সকল বোর্ডের এসএমএসের উদাহরণ দেখিয়ে দিচ্ছি।

SMS পাঠানোর নিয়ম: SSC <স্পেস > বোর্ডের ৩ অক্ষর <স্পেস > রোল নাম্বার <স্পেস > পাসের সাল লিখে পাঠিয়ে দিবে ১৬২২২ নাম্বারে

Board nameCodeFormat
1Barisal BoardBARSSC BAR 123456 2025
2Cumilla BoardCOMSSC COM 123456 2025
3Chittagong BoardCHISSC CHI 123456 2025
4Dinajpur BoardDINSSC DIN 123456 2025
5Dhaka BoardDHASSC DHA 123456 2025
6Mymensingh BoardMYMSSC MYM 123456 2025
7Sylhet BoardSYLSSC SYL 123456 2025
8Rajshahi BoardRAJSSC RAJ 123456 2025
9Jessore BoardJESSSC JES 123456 2025
10Madrasa BoardMADSSC MAD 123456 2025
11Technical BoardTECSSC TEC 123456 2025

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *