SSC Short Syllabus 2026 PDF All Subject

যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। SSC Short Syllabus 2026 প্রকাশ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

যেখানে বলা হয়েছে কোন কোন অধ্যায় প্রস্তুতি গ্রহণ করবে 2026 সালে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে।

মূলত ২০২৬ সালের তাদের সম্পূর্ণ বই এর উপরে পরীক্ষা হচ্ছে না, বিভিন্ন অংশ বাদ দেয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে

সিলেবাস তৈরি করা হয়েছে। সেই সিলেবাস অনুযায়ী 2026 সালের প্রশ্ন করা হবে এবং প্রস্তুতি এই সিলেবাস কেন্দ্রিক নিতে হবে।

শিক্ষার্থী আর্থিক অনুদান ২০২৫ আবেদন শুরু – আবেদন করুন এখানে

যে সকল শিক্ষার্থী সিলেবাস সংগ্রহ করতে চায় নিচের সিলেবাসের লিংক দেওয়া রইল। সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে সিলেবাস ডাউনলোড হয়ে যাবে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে সম্পূর্ণ ভিন্ন নিয়মের, একটি সকল বিষয়ে ১০ নম্বর পরীক্ষা হলো নতুন

করে কয়েকটি বিষয় যুক্ত করা হয়েছে। যেমন সৃজনশীল অংশের পরীক্ষা হবে ৪০ অথবা ৫০ নম্বরে অন্যদিকে

সংক্ষিপ্ত প্রশ্ন নামে একটি অংশ যুক্ত করা হয়েছে, যেখানে ১০ নম্বর অথবা ২০ নম্বর পরীক্ষা হবে আর তার

সাথে বহুনির্বাচনী পরীক্ষা হবে ৩০ নম্বরে। নিয়ম পরিবর্তন করার বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন।

এসএসসি ২০২৬ মানবণ্টন – কোন বিষয় কত নম্বরে পরীক্ষা হবে ?

বিশেষ দ্রষ্টব্য – সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়েছে ২ জানুয়ারি ২০২৫ অর্থাৎ এখানে নতুন সিলেবাসই দেওয়া রয়েছে। তাই ডাউনলোড করে শিক্ষার্থীরা নতুন সিলেবাসে পাবে।

SSC Short Syllabus 2026 PDF All Subject

বিজ্ঞান বিভাগ – SSC Syllabus 2026

মানবিক বিভাগ – SSC Syllabus 2026

ব্যবসা বিভাগ

Leave a Reply