অর্থনীতি সাবজেক্ট রিভিউ – অনেক শিক্ষার্থীর অর্থনীতি পছন্দের একটি সাবজেক্ট হলেও অর্থনীতি নিয়ে জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানাবো অর্থনীতির সকল তথ্য।
আরও পড়ুনঃ
- বাংলা সাবজেক্ট রিভিউ
- রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রিভিউ
- ম্যানেজমেন্ট সাবজেক্ট রিভিউ
- ইংরেজি সাবজেক্ট রিভিউ
- হিসাববিজ্ঞান সাবজেক্ট রিভিউ
- অর্থনীতি সাবজেক্ট রিভিউ
- গণিত সাবজেক্ট রিভিউ
কেনো অর্থনীতি অনার্স নেওয়া উচিৎ ?
অর্থনীতি নেওয়ার ক্ষেত্রে এমন প্রশ্ন শিক্ষার্থীর মনে আসতেই পারে। আসলে আমরা কেন অর্থনীতি নিব ?
অর্থনীতি নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি তুমি অর্থনীতি সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চাও তাহলে তোমাকে অর্থনীতি নেওয়া উচিত।
তাছাড়া শিক্ষকতা থেকে শুরু করে বিভিন্ন আলাদা আলাদা পেশা কেটে যুক্ত হতে চাইলে তুমি অর্থনীতি নিতে পারো।
তাছাড়া অর্থনীতি নিয়ে তুমি যেকোন পেশায় যুক্ত হতে পারবা এবং অর্থনীতি মানবিক একটি মোটামুটি
সাবজেক্ট তুমি যদি মনে কর খুব সহজে, এখানে পাস করে যাবে তাহলে ভুল ভাবছো এতটা সহজ নয় আবার।
পড়াশোনার চাপ কেমন ?
অর্থনৈতিক পড়াশোনার চাপ কেমন এমন প্রশ্ন অনেক শিক্ষার্থী করে থাকে তাদেরকে জানিয়ে রাখছি অর্থনীতি অবশ্যই পড়াশোনার চাপ রয়েছে।
কিছু কিছু বিষয়ে প্রাইভেট পর্যন্ত পড়তে হবে। তাছাড়া বছরের সুনির্দিষ্ট সময়ে বিশেষ করে পরীক্ষা এক মুহূর্তে পড়াশোনা মনোযোগী হতে হবে।
যদি কেউ মনে করে পরীক্ষার আগে রাতে পড়াশোনা করে অর্থনীতিতে পাস করবা, তারা ভুল ভাবছো। তোমার চার বছরের
জায়গায় ছয় বছর লেগে যাবে, তাই অবশ্যই পড়াশোনায় মনোযোগী হতে হবে। সঠিক সময়ে প্রাইভেট পড়ে নিতে হবে।
নিয়মিত ক্লাস করতে হবে। বিশেষ করে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে ক্লাস করা বাধ্যতামূলক।
অর্থনীতি বিষয় যা যা পড়ানো হয় – অর্থনীতি সাবজেক্ট রিভিউ
- মাইক্রো ইকোনোমিকস
- ম্যাক্রো ইকোনোমিকস
- গণিত
- পরিসংখ্যান
- ইকোনোমেট্রিকস
- হেলথ ইকোনোমিকস
- পাবলিক ইকোনোমিকস
- ফিন্যান্স
- একাউন্টিং
- দর্শন
- কম্পিউটার ও সফটওয়্যার এনালাইসিস
- ডেভেলপমেন্ট ইকোনোমিকস
- রিসার্চ মেথডোলজি
- এনভায়রনমেন্টাল ইকোনোমিকস
- বাংলাদেশের অর্থনীতি
- রাষ্ট্রবিজ্ঞান
অর্থনীতি পড়ে ক্যারিয়ার
- ব্যাংক জব
- কাস্টমস অফিসার (বিসিএস এর মাধ্যমে নিয়োগ)
- ভূমি কর ও রাজস্ব কর্মকর্তা (বিসিএস এর মাধ্যমে নিয়োগ)
- ফিনান্সিয়াল কর্পোরেশনে চাকরি
- সরকারের আর্থিক উপদেষ্টা
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- বাংলাদেশ সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জ হাউসে চাকরি
- বিভিন্ন ইপিজেডে চাকরি
- সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রভাষক
- বাংলাদেশ ট্যাক্স এন্ড ট্যারিফ কমিশনে চাকরি।
- বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থায়(আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক) চাকরি
- অর্থনীতিবীদ
- পরিসংখ্যানবিদ
- গবেষক
- বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশন এর হিসাব রক্ষক
- বিভিন্ন এনজিওতে চাকরি
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে চাকরি
- মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি
- কলেজ পর্যায়ে শিক্ষকতার চাকরি
- বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার চাকরি
- বিসিএস দিয়ে ক্যাডার হওয়ার সুযোগ
- বিসিএস শিক্ষা ক্যাডারের সংখ্যা অনেক রয়েছে
- সকল প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রশাসন কর্মী
- সকল প্রকার সাধারণ সরকারি চাকুরী
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.