এসএসসি পরীক্ষা ২০২৪ পিছিয়ে যাবে কি ?

আগামী ১৫ই ফেব্রুয়ারি চলতি বছরে এসএসসি পরীক্ষা ২০২৪ আনুষ্ঠানিকভাবে সারা দেশে বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে শুরু হচ্ছে।

এই অবস্থায় এসএসসি পরীক্ষা ২০২৪ পিছিয়ে যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান

ঐক্য পরিষদ দাবি তুলেছে পরীক্ষা পিছিয়ে নিতে হবে। তাদের ভাষ্য মতে আগামী 14 ফেব্রুয়ারি পূজা রয়েছে, এক্ষেত্রে শিক্ষার্থীরা পূজা অংশগ্রহণ করে

তার পরের দিন পরীক্ষা দিবে। বিষয়টি তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়, এ কারণে তারা চাচ্ছে পরীক্ষা পিছিয়ে নিতে তারা বলছে।

15 ফেব্রুয়ারি যে পরীক্ষা তা পিছিয়ে নিতে হবে। 48 ঘণ্টার মধ্যে তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে

এখন পর্যন্ত এ ব্যাপারে কোন কিছু না জানালেও তারা আল্টিমেটাম দিয়েছে যদি ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষার তারিখ সংশোধন করা না

হয় তাহলে মানববন্ধন এবং বিক্ষোভে অংশগ্রহণ করবে তারা। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত আর কোন ধরনের কর্মসূচি তাদের দিক

থেকে লক্ষ্য করা যায়নি, শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা প্রকাশ করেছে ডিসেম্বর মাসের ২১ তারিখে অর্থাৎ রুটিন দুই মাস আগে প্রকাশ করা হয়েছে।

যদি ঐক্য পরিষদের কোন সমস্যা থাকে তখন তারা সে বিষয়টি জানাতে পারত, এমনটাই দাবি করছে সকল পরীক্ষার্থীরা।

তবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেহেতু কোন কিছু এখনো জানানো যাচ্ছে না, তারমানে তারা পরীক্ষা স্বাভাবিক ভাবে পরিচালনা করবে

এবং সেভাবে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে গ্রহণ করতে বলা হয়েছে।

সঠিকভাবে পরীক্ষা হবে তিন ঘন্টা পরীক্ষা হবে এবং সকল বিষয় পরীক্ষা হবে এবং পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ই ফেব্রুয়ারি।

Leave a Reply