উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২৪ আয়োজন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা স্থগিতার আদেশ এসেছে।
সেখানে তারা জানিয়েছে যে সকল এলাকায় বন্যা হচ্ছে সেই সকল এলাকায় পরীক্ষা স্থগিত থাকবে। এক্ষেত্রে কয়টি এলাকার পরীক্ষা স্থগিত থাকবে
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয় চলতি বছরে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে আগামী ৩০ জুন।
HSC Routine 2024 All Group All Subject
সেভাবেই সকল কার্যক্রম পরিচালনা করছিল সকল শিক্ষা বোর্ড গুলো, কিন্তু গত কয়েকদিন ধরে সিলেট বোর্ডের অধিকাংশ
এলাকায় প্লাবিত হয়েছে। এর আগে মাসে শুরুতেও তাদের এলাকা গুলো পানির নিচে ছিল। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় থেকে
বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে জানানো হয়, সিলেট বোর্ডের অধীনে কোন পরীক্ষায় আয়োজন করা হবে না।
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় সিলেট বোর্ডের অধীনে সকল এইচএসসি পরীক্ষা ২০২৪ স্থগিত থাকবে।
আগামী ৩০ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত। এ ক্ষেত্রে ৮ জুলাই এর আগে যে পরীক্ষাগুলো হতো বিশেষ করে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে
চারটি পরীক্ষা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে না। তাছাড়া মাদ্রাসায় এবং কারিগরি
বোর্ডের অধীনে চারটি থেকে পাঁচটি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, ৯ জুলাই থেকে তাদের পরীক্ষা আয়োজন করা হবে
বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এ ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার কার্যক্রম শুরু হবে।
এছাড়া সিলেট বোর্ডের অধীনে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র সিলেটের অধীনে
এই বোর্ডে পরীক্ষা স্থগিত থাকবে। তাছাড়া সারাদেশের সকল পরীক্ষায় আয়োজন করার কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয় নতুন করে কোন বোর্ড স্থগিত আদেশ এই মুহূর্তে আমরা আসবে না বলে ধারণা করছি।
যদি কোন কারণে পরীক্ষা স্থগিত আদেশ আসে তা আমরা সবাইকে জানিয়ে দিব, তবে এই মুহূর্তে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে গ্রহণ করবে।
HSC Routine 2024 All Group All Subject
শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো কিছুই বলেনি, শিক্ষার্থীরা দাবি করেছিল তাদের পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়া হোক।
কিন্তু এখানে শুধুমাত্র বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে নেওয়ার বিষয়টি সামনে এসেছে। এছাড়া সকল বোর্ডের পরীক্ষা
আগামী ৩০ জুন বাংলা প্রথম পত্র ভিসার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও
বিস্তারিত তথ্য খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। চলতি বছরে প্রায় 14 লক্ষ 50 হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
১১ টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা আয়োজন করবে, সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা শেষ করে আগামী 11 আগস্ট
তাদের পরীক্ষার শেষ হবে। তবে যে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, সেই বোর্ডের পরীক্ষা আবার নতুন
রুটিন অনুযায়ী নিবে। এক্ষেত্রে এই তিনটি বোর্ডের পরীক্ষা আরো দেরিতে শেষ হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
Leave a Reply