অনার্স ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন শিক্ষার্থীরা দুশ্চিন্তা করছে তাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবে ?
অনেক শিক্ষার্থী চাচ্ছে কোচিং করার জন্য। কিন্তু আদৌ কি কোচিং করার কোন দরকার রয়েছে ? কি মানবন্টনে
পরীক্ষা হবে শিক্ষার্থীরা কি বাসায় বসে প্রস্তুতি নিতে পারবে। এরকমের অনেক প্রশ্নের উত্তর আজকে এখানেই পাবেন।
আরও পড়ুনঃ কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে ? Univertsity Admission Date
অনার্স ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ১০ বছর পর। এই ১০ বছরে কোন প্রকার পরীক্ষায় আয়োজন করা হয়নি।
যার কারণে শিক্ষার্থীরা বিগত সালের প্রশ্ন যে পড়বে তাও আর সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে প্রশ্নপত্র সংগ্রহ নেই।
এই অবস্থায় প্রস্তুতি কিভাবে নিবে এমন প্রশ্ন করে থাকে শিক্ষার্থীরা। তাদেরকে আমরা জানিয়ে রাখছি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য কি কি করতে হবে।
প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার মানবন্টনে কি কি বিষয় পরীক্ষা হবে তা উল্লেখ করা হবে। সে বিষয়গুলো দেখে শিক্ষার্থীর প্রস্তুতি নিতে পারে।
অনার্স ভর্তি মানবন্টন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মানবিক বিজ্ঞান এবং ব্যবসা বিভাগের সবারই থাকবে
এবং তার সাথে তাদের গ্রুপ সাবজেক্ট থেকেও তিন থেকে চারটি সাবজেক্ট নেয়া হবে, যেখান থেকে প্রশ্ন করা হবে।
এক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সকলের জন্য একই রকমের প্রস্তুতি হবে তবে গ্রুপ সাবজেক্ট এর ক্ষেত্রে আলাদা আলাদা প্রস্তুতি নেওয়া ভালো হবে।
এইচএসসি পর্যায়ে বইগুলো থেকে পরীক্ষা প্রশ্ন করা হবে। তাই শিক্ষার্থীরা যদি এইচএসসি পর্যায়ে বইগুলো ভালো ভাবে
প্রিপারেশন নেয় তাহলে তা থেকেই প্রশ্ন কমন পড়বেন। যেহেতু mcq পদ্ধতিতে পরীক্ষা হবে অর্থাৎ বহু নির্বাচনে আকারে প্রশ্ন আসবে
সে ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের মূল পাঠ্য বইয়ের প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ে তার সাথে বিগত সালের প্রশ্ন যেগুলো
বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো এনালাইসিস করে তাহলে ভালো প্রস্তুতি নিতে পারবে। এখানে শিক্ষার্থী নিজে নিজে
প্রস্তুতি নিলে অনেক ভালো করতে পারবে, আলাদা ভাবে তাকে কোচিং করতে হবে না। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তির
প্রস্তুতি গাইডের কথা যদি বলা হয় তাহলে আমরা সাজেস্ট করব সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে
গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য যে সকল ভর্তি সহায়ক গাইড ব্যবহার করা হয় সেগুলো এখানে শিক্ষার্থীরা পড়তে পারে।
![](https://i0.wp.com/shovonstudy.com/wp-content/uploads/466123829_1621175048611207_4176642647931331450_n.jpg?resize=100%2C100&ssl=1)
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.