Shovon Study

Education News Website

তীব্র গরমে স্কুল কলেজ বন্ধের দাবি – কি বলছে শিক্ষা মন্ত্রণালয় ?

বর্তমানে সারাদেশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ চলছে এরই মধ্যে কলকাতা স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন আমাদের দেশের স্কুল কলেজ বন্ধ হবে কিনা তা নিয়ে রয়েছে জল্পনা কল্পনা।

অন্যদিকে অভিভাবক ঐক্যফ্রন্ট থেকে দাবি জানানো হয়েছে, তীব্র গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান যেন খোলা না হয়।

ইতিমধ্যে রোজা ও ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আগামী রবিবার। কিন্তু এই তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা

স্কুল কলেজে যেতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বর্তমানে তাপমাত্রার দেখলে বোঝা যায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় ৪০ ডিগ্রির

কাছাকাছি তাপমাত্রা থাকছে। বিভিন্ন জায়গায় 41 ডিগ্রির উপরও তাপমাত্রা চলে যাচ্ছে। এক্ষেত্রে দিনের বেলা বাইরে বের হওয়া

বর্তমানে খুবই সমস্যা তৈরি করছে। তাছাড়া বিভিন্ন জেলায় হিট এলার্ট চালু করা হয়েছে। বিভিন্ন জেলায় গরমের মাত্রা অনেক বেশি।

এই ক্ষেত্রে তাপমাত্রা এই কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সাথে, একমত পোষণ করছে শিক্ষক এবং শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ রাখা বলে উচিত বলে মনে করছে সবাই।

কারণ কোমলমতি শিক্ষার্থীরা স্কুল-কলেজে কি অসুস্থ হয়ে পড়লে শারীরিকভাবে শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবে।

তাছাড়া বেশিরভাগ স্কুলেই আলো বাতাসে পর্যাপ্ত ব্যবস্থা নেই, যদি কোন কারণে বিদ্যুৎ চলে যায়। তাহলে শিক্ষার্থীরা গরমের মধ্যে ক্লাস

কার্যক্রম অংশগ্রহণ করতে পারবে না। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত স্কুল কলেজ গরমের কারণে বন্ধ করার ব্যাপারে

কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেনি শিক্ষা মন্ত্রণালয় থেকে। গত বছর তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও চলতি বছরে

এরকম কোন সিদ্ধান্তে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে নেয়নি। তবে ভবিষ্যতে শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে,

যদি সেরকমের কোন ধরনের তথ্য আমাদের সামনে আসে আমরা অবশ্যই শিক্ষার্থীদেরকে সাথে সাথে জানিয়ে দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *