অনার্স ভর্তি অনলাইন আবেদন করার নিয়ম ২০২৫

অনার্স প্রথম বর্ষ ভর্তি অনলাইন আবেদন করার নিয়ম আমরা এখানে তুলে ধরছি। যেখান থেকে শিক্ষার্থীরা নিজে আবেদন করতে পারবে।

অনেক শিক্ষার্থী এখনো আবেদন করেনি। তাদের উচিত হবে নিজে নিজে আবেদন করা এবং আবেদন সরাসরি ডাউনলোড করে।

পরবর্তীতে কলেজের নিকট গিয়ে জমা দেওয়া কি কি করবে এবং আবেদন সম্পন্ন করে গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে এই পোস্টের মাধ্যমে।

আরও পড়ুনঃ অনার্স ভর্তি ২০২৫ : গ্রুপ পরিবর্তন করে ভর্তি হওয়ার নিয়ম

১. অনলাইন আবেদন করার ১ম ধাপ

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর অপশন এ ক্লিক করতে হবে।

সেখানে শিক্ষার্থীকে তার এসএসসি ও এসএসসি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পাশের সাল এবং বোর্ডের নাম

সিলেক্ট করতে হবে সঠিকভাবে সকল তথ্য সিলেক্ট করার পরবর্তীতে নেক্সট অপশনে ক্লিক করবে।

২. অনলাইন আবেদন করার দ্বিতীয় ধাপ

দ্বিতীয় যাবে শিক্ষার্থীকে তার সকল তথ্য দেখানো হবে। এখানে আহামরি কোন কিছু করার নেই।

শিক্ষার্থী তার সকল তথ্য ঠিক আছে কিনা সে বিষয়গুলো একবার চেক করে নিবে এবং পরবর্তী ধাপে চলে যাবে।

৩. অনলাইন আবেদন করার তৃতীয় ধাপ

অনলাইন আবেদন শিক্ষার্থীকে বেশি সময় ব্যয় করতে হবে এখানে। বাম পাশ থেকে প্রথম কলামে শিক্ষার্থী

কোথায় কোথায় আবেদন করতে পারবে সেই সকল সাবজেক্ট এর তালিকা অটোমেটিক দেখানো হবে।

দ্বিতীয় পয়েন্টে শিক্ষার্থী তার কলেজ সিলেক্ট করবে। যেখানে বিভাগ জেলা এবং কলেজের নাম অনুযায়ী কলেজ সিলেক্ট করবে।

তৃতীয় কলামে শিক্ষার্থীকে দেখানো হবে, শিক্ষার্থীর যে কলেজ সিলেক্ট করেছে সেখানে কোন কোন সাবজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে।

সেখান থেকে একটি করে সাবজেক্ট সিলেক্ট করে চতুর্থ লিস্টে নিয়ে যাবে। চতুর্থ তালিকা শিক্ষার্থীদের আবেদনকৃত সাবজেক্টের তালিকা দেখতে পারবে

অর্থাৎ শিক্ষার্থী ওই কলেজের অধীনে এই এই বিষয়গুলোতে আবেদন করতে ইচ্ছুক এবং সে বিষয়গুলো শিক্ষার্থী এখান থেকে দেখে নিতে পারবে।

৪. অনলাইন আবেদন করার চতুর্থ ধাপ

শিক্ষার্থীকে তার কোটা সম্পর্কিত বিভিন্ন বিষয় জিজ্ঞেস করা হবে। শিক্ষার্থী কোন কোটা থাকলে yes ক্লিক করে

কোটা সিলেক্ট করবে, আর যদি কোন কোটা না থাকে তাহলে সে no অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবে।

৫. অনলাইন আবেদন করার পঞ্চম ধাপ

শিক্ষার্থী তার ছবি আপলোড করতে বলবে, যেখানে শিক্ষার্থীরা নিজের একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিবে

এবং পরবর্তীতে তার একটি মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস যুক্ত করতে হবে। এই তথ্যগুলো দিয়ে শিক্ষার্থী তার প্রাথমিক আবেদন কার্যক্রম সম্পন্ন করবে।

৬. আবেদন আবেদন করার শেষ ধাপ

শেষ ধাপে এসে শিক্ষার্থী তার আবেদন সাবমিট অপশনে ক্লিক করে, আবেদন কমপ্লিট করবে এবং আবেদন ফরম নিজে একটি ডাউনলোড কপি রাখবে নিজের কাছে।

সেগুলো প্রিন্ট আউট করে কলেজের নিকট জমা দিতে হবে। ৭০০ টাকা নিয়ে কলেজের নিকট এই আবেদন ফরম জমা দিবে শিক্ষার্থী।

অনলাইন আবেদন লিংক http://app11.nu.edu.bd/

সকল আপডেট দ্রুত পেতে আমাদের Whatsapps গ্রুপে জয়েন হোন Join Group

Leave a Reply