অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ? ন্যূনতম যোগ্যতা

অনার্স ভর্তি হতে হলে সর্বনিম্ন কত পয়েন্ট আবেদন করা যাবে এবং ভর্তি সুযোগ পাবে সে বিষয় নিয়ে আমরা কথা বলব।

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে। তারা অনার্স ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছে।

Honours Admission 2025 Apply Online

ইতিমধ্যে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু করেছে। তারা এক্ষেত্রে কত নম্বর হলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে

এবং প্রাথমিক আবেদন শর্ত পূরণ করে ভর্তি পরীক্ষা করতে পারবে ,সে প্রসঙ্গে আমরা আজকে এখানে আলোচনা করব।

1. বিজ্ঞান বিভাগের ন্যূনতম যোগ্যতা

বিজ্ঞান বিভাগের যারা পড়াশোনা করছো তারা এসএসসি ও এইচএসসি উভয় মিলিয়ে যোগ্যতা দরকার হবে এবং আলাদা আলাদা পরীক্ষা যোগ্যতা দরকার হবে।

SSC 2021-2022GPA 2.75
HSC 2023-2024GPA 2.50
Total = GPA 6.00

2. মানবিক বিভাগের ন্যূনতম যোগ্যতা

মানবিক বিভাগে যে সকল শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে এসএসসি ও এইচএসসি পর্যায়ে তাদের ন্যূনতম যোগ্যতা যা থাকতে হবে তা হল:

SSC 2021-2022GPA 2.50
HSC 2023-2024GPA 2.50
Total = GPA 5.50

3. ব্যবসা বিভাগের নূন্যতম যোগ্যতা

ব্যবসা বিভাগের যে সকল শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পর্যায়ে পড়াশোনা করেছে তাদের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে তা হল:

SSC 2021-2022GPA 2.50
HSC 2023-2024GPA 2.50
Total = GPA 5.50
সকল আপডেট দ্রুত পেতে আমাদের Whatsapps গ্রুপে জয়েন হোন Join Group

Leave a Reply