তিনটি ধাপে একাদশ ভর্তি ২০২৪ কার্যক্রম পরিচালনা করবে শিক্ষা মন্ত্রণালয়। আজকে আমরা একাদশ ভর্তি নিয়ে সকল তথ্য জানবো।
কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, আবেদন কবে শুরু হবে ও কবে শেষ হবে, ফলাফল কবে প্রদান করবে এবং কত টাকা লাগবে আবেদন করতে
এবং ভর্তি হতে কত টাকা লাগবে সবকিছু এখানে উপস্থাপন করবো আমরা। তাই শেষ পর্যন্ত পরতে হবে এবং প্রতিটি বিষয় শিক্ষার্থী জেনে নিতে হবে।
আরও পড়ুনঃ একাদশ ভর্তি ২০২৪ – সকল কলেজ আসন ও যোগ্যতা
এখানে আমরা যে সকল বিষয় নিয়ে কথা বলব তাহলঃ
- আবেদন ফি কত টাকা
- গ্রুপ পরিবর্তন
- ভর্তি নিয়ম
- প্রথম পর্যায়ে আবেদন ফলাফল প্রকাশ এবং নিশ্চায়ন
- দ্বিতীয় পর্যায়ে আবেদন ফলাফল প্রকাশ ও নিশ্চয়ন
- তৃতীয় পর্যায়ে আবেদন ফলাফল প্রকাশ ও নিশ্চায়ন
- চূড়ান্ত ভর্তি সকল তথ্য
আবেদন ফি কত টাকা ?
কলেজ ভর্তি ফি অনলাইন আবেদনে নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। যেখানে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ ১০ টা কলেজের আবেদন করতে পারবে।
এখানে শিক্ষার্থী প্রথমে তার মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ রকেট ব্যবহার করে ১৫০ টাকা ফী পরিশোধ করবে।
এরপরে খুব সহজভাবে শিক্ষার্থী আবেদন সাবমিট করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
একাদশ ভর্তি নিয়ম –
কলেজ মূলত শিক্ষার্থীর রেজাল্টের উপর নির্ভর করে মূল্যায়ন করবে। যে সকল শিক্ষার্থী যত পয়েন্ট পেয়েছে তাদের কাছে সেই চলে যাবে,
যারা যারা আবেদন করেছে সেখান থেকে যারা ভালো ফলাফল করেছেন তাদেরকে কলেজগুলো বেছে নিবে।
যেহেতু শিক্ষার্থী একাধিক কলেজে আবেদন করার সুযোগ পাবে, তাই কোন না কোন কলেজ তাকে নিয়ে নিতে পারে।
তবে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই তার রেজাল্ট এবং কলেজের যোগ্যতার বিষয়টি মাথায় রাখতে হবে। যদি কলেজের পয়েন্ট যেমন চায়
এবং শিক্ষার্থী করেন যদি তার কম থাকে তাহলে কোনভাবে নিবে না, অবশ্যই শিক্ষাকে পয়েন্ট বেশি থাকতে হবে এবং মার্ক বেশি থাকতে হবে।
গ্রুপ পরিবর্তন করতে চায় যারা
যারা মূলত গ্রুপ পরিবর্তন করে ভর্তি হতে চায় তাদেরকে সুযোগ প্রদান করেছে একাদশ ভর্তির ক্ষেত্রে। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে মানবিক এবং ব্যবসা বিভাগে যেতে পারবে ,
মানবিক বিভাগের শিক্ষার্থীরা ব্যবসা বিভাগে যেতে পারবে, ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিভাগে যেতে পারবে।
কোন ভাবে ব্যবসা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে যেতে পারবে না। আর একবার যদি শিক্ষার্থী ভর্তি হয়ে যায় পরবর্তীতে সে আর বিজ্ঞান বিভাগে যেতে পারবে না
অর্থাৎ বিজ্ঞান বিভাগের কোন শিক্ষার্থী যদি মানবিক এ ভর্তি হয় অথবা ব্যবসায় ভর্তি হয় পরবর্তীতে সে আবার যেতে পারবে না।
১ম পর্যায়ে আবেদন ও সকল তথ্য
প্রথম পর্যায়ে অনলাইন আবেদন করার জন্য সুযোগ প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী 26 মে থেকে ১৩ জুন পর্যন্ত। 150 টাকা ফি প্রদান করে এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।
যারা বোর্ড চ্যালেঞ্জার আবেদন করেছে তাদেরকেও আগামী ১২ জুন এবং ১৩ জুন সময় প্রদান করবে এই সময় তাদেরকে আবেদন করতে হবে।
এই আবেদন কার্যক্রম শেষ করে আগামী ২৩ জুন রাত আটটায় তাদের ফলাফল প্রকাশ করবে। তখন জানতে পারবে তার ফলাফল কোন কলেজ এসেছে কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।
যদি শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয় তাহলে তাকে নিশ্চায়ন করার জন্য সময় প্রদান করা হবে রেজাল্ট প্রকাশ করার পরবর্তী সময় থেকে আগামী ২৯শে মে পর্যন্ত।
এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের ১৫০ টাকা ফি প্রদান করে নিশ্চয়ন করতে হবে। যদি শিক্ষার্থীর নিশ্চয়ন করে ফেলে তাহলে সে ওই কলেজে ভর্তি হবে
বলে যোগ্য বিবেচিত হবে এবং পরবর্তী মাইগ্রেশন ছাড়া শিক্ষার্থী যাওয়া যাবে না। একমাত্র মাইগ্রেশন এর মাধ্যমে কলেজ পরিবর্তন হওয়া সম্ভব।
২য় পর্যায়ে আবেদন সকল তথ্য
দ্বিতীয় ধাপের আবেদন প্রদান করার জন্য শিক্ষার্থীদেরকে সময় প্রদান করা হবে আগামী 30 জুন থেকে দুই জুলাই পর্যন্ত।
এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করার সুযোগ পাবে। যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে কলেজ পেয়েছে তাদেরকে
আবার ১৫০ টাকা ফি দিয়ে এখানে আবেদন করতে হবে। তবে যদি শিক্ষার্থী ৩৩৫ টাকা পাঠিয়ে নিশ্চায়ন করে ফেলে তাহলে
কিন্তু আর আবেদন করতে পারবে না। আবার যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে কোন কলেজ পাই নাই তারা কোন ফ্রি না দিয়েই
অর্থাৎ বিনামূল্যে আবেদন করার সুযোগ পাবে। ঠিক এভাবে শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করবে।দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হবে
আগামী ৪ জুলাই রাত আটটায়। যেখানে জানতে পারবে কোন কলেজে ভর্তি হওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে।
যদি শিক্ষার্থী সে কলেজে ভর্তি হতে চায় তাহলে ৩৩৫ টাকা পাঠিয়ে ওই কলেজ ভর্তি সুযোগ প্রদান করা হয়েছে।
আগামী পাঁচ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্য ৩৩৫ টাকা পাঠিয়ে তাকে নিশ্চয়ন করতে হবে। আর নয়তো শিক্ষার্থী আবার তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে।
তৃতীয় পর্যায়ে আবেদন রেজাল্ট প্রকাশ নিশ্চায়ন
তৃতীয় পর্যায়ে আবেদন করার জন্য সময় প্রদান করা হচ্ছে আগামী 9 জুলাই থেকে ১০ জুলাই সময় পর্যন্ত। যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে কোন কলেজে নিশ্চয়ন করেনি তারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবে
এবং তাদের এই ফলাফল প্রকাশ করা হবে আগামী ১২ জুলাই রাত আটটায় এরপরে শিক্ষার্থীদেরকে নিঃসরণ করার জন্য সময় প্রদান করা হবে ১৩ জুলাই এবং ১৪ জুলাই ১৪ জুলাই
পর্যন্ত শিক্ষার্থীরা ৩২৫ টাকা পাঠিয়ে নিশ্চয়ন করতে পারবে। এই সময়ের মধ্যে যদি কোনো শিক্ষার্থী নিশ্চয় না করে তাহলে সে চলতি বছরের ভর্তি হতে পারবে না।
এরপরে শিক্ষামন্ত্রণালয় চাইলে পরবর্তী ধাপে আরও কার্যক্রম বানাতে পারে তখন হয়তোবা ভর্তির আবেদন করার সুযোগ পেতে পারে।
চূড়ান্ত ভর্তি
চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী ১৫ জুলাই থেকে 25 জুলাই সময়ের মধ্যে। শিক্ষার্থীরা ঐদিন যে কলেজে চান্স পেয়েছে,
সেখানে সরাসরি উপস্থিত হয়ে তার ভর্তির সকল তথ্য এবং সকল ডকুমেন্ট ও কলেজের ভর্তি ফি জমা দিতে হবে ।
যেখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে ঢাকার কলেজ এবং ঢাকার বাইরে বিভিন্ন কলেজ
জেলা পর্যায়ে কলেজ ও উপজেলা পর্যায়ে কলেজে ফি আলাদাভাবে নির্ধারণ করে দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় উল্লিখিত ফি এর বাইরে
কেউ টাকা নিতে পারবেনা সরকারি কলেজগুলোর ক্ষেত্রে একটি নির্ধারিত ফি রয়েছে এবং বেসরকারি কলেজ গুলোর ক্ষেত্রে একটি নির্ধারিত রয়েছে।
একাদশ ভর্তি ২০২৪ সরকারি কলেজের ভর্তি ফি –
- ঢাকা মেট্রোপলিটন এলাকা ৫০০০ টাকা
- ঢাকার বাহিরে অন্যান্য এলাকা ৩০০০ টাকা
- জেলা শহরে ২০০০ টাকা
- উপজেলা শহরে 1500 টাকা
বেসরকারি কলেজের ভর্তি ফি
- ঢাকা মেট্রোপলিটন এলাকা ৭৫০০ থেকে ৮৫০০ টাকা
- ঢাকা বাদে অন্ন্যন্য শহরে ৬০০০ টাকা
- জেলা পর্যায়ে ৫০০০ টাকা
- উপজেলা পর্যায়ে ২৫০০ থেকে ৩০০০ টাকা
এসএসসি ২০২৪ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে ? - Shovon Study
[…] আরও দেখুনঃ একাদশ ভর্তি ২০২৪ কবে শুরু ও শেষ হবে ? সক… […]