Shovon Study

Education News Website

একাদশ শ্রেণি কলেজ ট্রান্সফার নোটিশ প্রকাশ – আবেদন নিয়ম

কলেজ ট্রান্সফার

উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণি ২০২৪-২৫ শিক্ষার্থীদের জন্য কলেজ ট্রান্সফার নোটিশ প্রকাশ করা হয়েছে। এবছরের প্রথম সকল শিক্ষা বোর্ডে একসাথে কলেজ ট্রান্সফার শুরু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে ঢাকা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত

নোটিসের মাধ্যমে জানানো হয়, সকল শিক্ষা বোর্ড অধীনে শিক্ষার্থীরা কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে।

আরও পড়ুনঃ 50000 টাকা অনুদান পাবে শিক্ষার্থীরা – আবেদন নিয়ম

মূলত যে সকল শিক্ষার্থী একটি কলেজ থেকে অন্য একটি কলেজে যাবে, একই বোর্ডের অধীনে তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে।

আর যারা কিনা একটি কলেজ থেকে অন্য একটি কলেজে যাবে তবে দুইটা আলাদা বোর্ড হবে তাদের জন্য আবেদন করতে হবে।

কলেজ ট্রান্সফার আবেদনের সময়সীমা

প্রকাশিত নোটিশের মাধ্যমে জানানো হয়েছে আবেদনের সময়সীমা হচ্ছে আগামী ১৭ নভেম্বর ২০২৪ থেকে ১৭ ডিসেম্বর ২০২৪

পর্যন্ত এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা টিসির জন্য আবেদন করতে পারবে কলেজগুলোর কাছে এবং বোর্ডের কাছে।

তবে পরবর্তীতে একাদশে কলেজ ট্রান্সফার সময় বৃদ্ধি করা হতে পারে শিক্ষার্থীদের চাহিদের উপর নির্ভর করে।

অনলাইন আবেদন – ETC

যে সকল শিক্ষার্থী এক কলেজ থেকে অন্য কলেজে যাবে তবে সেটা একই বোর্ডের অধীনে তাদেরকে ওই বোর্ডের ওয়েবসাইট

জন্য আবেদন করতে হবে, তাদের সরাসরি বোর্ডে যাওয়ার কোন দরকার নেই। অনলাইন আবেদনের জন্য প্রতিটি বোর্ডের

একটি করে অপশন খোলা থাকবে। যেখানে গিয়ে তার সকল তথ্যগুলো দিয়ে, যে কলেজে যেতে চায় সে কলেজে তথ্যগুলো দিবে।

উল্লেখ্য যে বর্তমানে যে কলেজে রয়েছে এবং ভবিষ্যতে যে কলেজে যাবে সেখানে সাবজেক্ট মিলতে হবে।

যদি সাবজেক্ট না মেলে তাহলে শিক্ষার্থীর জন্য আবেদন করতে পারবে না। এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সাবজেক্ট পরিবর্তন করে

তারপর কিছু আবেদন করতে হবে। যখন শিক্ষার্থী অনলাইন আবেদন করবে তখন এই আবেদন প্রথমে যাবে

বর্তমান কলেজে কাছে, বর্তমান কলেজ যদি অনুমতি দেয় পরবর্তী পরবর্তীতে তা যাবে ভবিষ্যৎ কলেজের কাছে।

ভবিষ্যৎ কলেজ যদি অনুমতি দেয় তখন তা যাবে বোর্ডের কাছে, বোর্ড যদি অনুমতি দেয় তখন শিক্ষার্থীকে টাকা জমা দিতে হবে।

এরপরে ফাইনাল ভাবে শিক্ষার্থীর নোটিশ প্রকাশ করা হবে এবং জানিয়ে দেয়া হবে শিক্ষার্থীর টি সি গ্রহণযোগ্য হয়েছে।

এরপরে শিক্ষার্থীকে যেতে হবে বর্তমান কলেজের কাছে যেখানে গিয়ে তার সকল ডকুমেন্ট উঠিয়ে নিতে হবে এবং ভবিষ্যৎ কলেজে গিয়ে শিক্ষার্থীকে ভর্তি হতে হবে।

বোর্ডে গিয়ে আবেদন করার নিয়ম – BTC

যদি শিক্ষার্থী একটি বোর্ড থেকে অন্য একটি বোর্ডের কলেজে যেতে চাই, তাহলে তাকে বোর্ডে গিয়ে বিটিসি আবেদন করতে হবে।

এক্ষেত্রে প্রতিটি বোর্ডের ওয়েবসাইটে বিটিসি ফর্ম দেওয়া থাকে। যদি ফর্ম না দেওয়া থাকে তাহলে বোর্ডে গিয়ে তার সংগ্রহ করতে হবে।

এরপরে শিক্ষার্থীকে সেই ফর্মটি নিজে নিজে পূরণ করতে হবে। এর পরে পুরনকৃত ফরম নিয়ে যে কলেজে

শিক্ষার্থী বর্তমানে পড়াশুনা করছে সেই কলেজে প্রধান অধ্যক্ষের নিকট থেকে স্বাক্ষর এবং তার সিল নিয়ে যেতে হবে।

পরবর্তীতে শিক্ষার্থী যে কলেজে যেতে চাই সে কলেজে প্রধান অধ্যক্ষের স্বাক্ষর এবং সিল সেই ফর্মে নিয়ে আসতে হবে।

দুই কলেজের শিক্ষকের যখন স্বাক্ষর সিল ফর্মে থাকবে তখন সেই ফর্ম নিয়ে যেতে হবে বোর্ডের কাছে যেখানে গিয়ে

বোর্ডের নির্ধারিত ফি জমা দিতে হবে ব্যাংকে এবং জমা দেওয়ার রশিদ ও যাবতীয় সকল তথ্য বোর্ড জমা দিতে হবে।

এরপরে শিক্ষার্থী বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে তার টিসি অনুমতি একটি নোটিশ পাবে। যেটা দেখিয়ে বর্তমান কলেজ থেকে সকল ডকুমেন্ট উঠিয়ে নিবে এবং ভবিষ্যৎ কলেজে গিয়ে ভর্তি হবে।

শিক্ষার্থীরা চাইলে নিচের এই ভিডিও দেখে নিতে পারে, যেখানে টিসি আবেদন করার দুটি নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *