মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা ২০২৪ আয়োজন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে সকল কার্যক্রম পরিচালনা করছে। গত ১৫ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছে।
এক্ষেত্রে পরীক্ষার প্রথম দিকে যে বিষয়গুলো আয়োজন করা হয়েছিল, যেমন বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র
এবং ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার খাতা শিক্ষকদের কাছে চলে যাচ্ছেন। শিক্ষকরা সেই খাতা দেখা শেষ করে নম্বরগুলো
মূল্যায়ন করে বোর্ডের কাছে পাঠাবে। যার উপর ভিত্তি করে বোর্ড ওই বিষয়ে ফলাফল প্রস্তুত করে অনলাইনে প্রকাশ করবেন।
এসএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে আরও পড়ুনঃ
- GPA 5 পেতে কয়টি বিষয় A+ পেতে হবে | SSC Exam
- ২ টি সুসংবাদ এসএসসি ২০২৪ খাতা দেখা নিয়ে
- SSC GPA System 2024 | A+ A A- B C D
অনলাইনে প্রকাশিত ফলাফল শিক্ষার্থীদের পরবর্তীতে জানতে পারবেন। এক্ষেত্রে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার
পরেই শুরু হয়ে যায়, পরীক্ষার খাতা দেখা কার্যক্রম যেখানে শিক্ষকদের ভূমিকায় সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড়।
কিভাবে খাতা দেখা হচ্ছে জানতে চাইলে বিভিন্ন শিক্ষক যারা বাংলা খাতা দিচ্ছে তাদের সাথে কথা বললে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছি।
যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। শেষ পর্যন্ত পড়তে হবে এবং এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে।
এসএসসি পরীক্ষা ২০২৪ বাংলা প্রথম পত্র খাতা যেভাবে দেখা হচ্ছে
এসএসসি পরীক্ষা ২০২৪ বাংলা প্রথম পত্র বিষয়ক খাতা শিক্ষকরা ৭০ নম্বরে পেয়েছে, যেখানে সৃজনশীল প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা দিয়েছে।
সময় স্বল্পতার কারণে অনেক শিক্ষার্থী সাতটি প্রশ্নের উত্তর দিতে পারিনি, এক্ষেত্রে শিক্ষকরা বলছে আমরা খুব সুন্দর ভাবে খাতা দেখার কার্যক্রম শুরু করেছি।
বাংলা খাতা গত কয়েক বছর আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে এ বছর না, কারণ গত কয়েক বছর করোনা ভাইরাসের
কারণে অনেক সুযোগ সুবিধা পেয়েছে, সিলেবাস সংক্ষিপ্ত করেছিল। যার কারণে পরীক্ষার খাতা অনেক ভালো ছিল।
কিন্তু এ বছরে পরীক্ষার তুলনামূলক একটু আমরা দেখতে পাচ্ছি অন্যরকম, অনেক শিক্ষার্থী সাতটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারিনি।
যার কারণে তাদেরকে নাম্বার আমাদেরকে খুব কম দিতে হয়েছে, তাছাড়া বেশির ভাগ খাতা আমরা পেয়েছি শিক্ষার্থীরা অনেক ভালো লিখেছেন।
সেখানে দশের মধ্যে ৮-৯ সবাইকেই দিয়ে দিয়েছি, তবে যারা লিখতে তেমন পারেনি তারা চার পাঁচ নম্বর পেয়েছে প্রতি সৃজনশীলে।
আমরা যে খাতাগুলো পেয়েছি সেখানে এভারেজ অর্থাৎ গড় শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে, তবে কয়েকজন শিক্ষার্থী খারাপ
করবে যারা সঠিকভাবে লিখতে পারিনি, আমরা চেষ্টা করছি যারা পর্যাপ্ত লিখবে তাদেরকে নাম্বার দেওয়ার জন্য।
এক দুই নাম্বারের কারণে কেউ ফেল করলে সেখানে আমরা চেষ্টা করবো পাশ করিয়ে দেওয়ার, যদি শিক্ষার্থী একদম খাতায় না লেখে তাহলে আমরা নাম্বার বাড়িয়ে দিতে পারবো না।
এসএসসি পরীক্ষা ২০২৪ বাংলা দ্বিতীয় পত্র খাতা যেভাবে দেখা হচ্ছে
বাংলা দ্বিতীয় পত্র ৭০ নাম্বারে নির্মিত অংশের খাতা পেয়েছে, শিক্ষকরা যেখানে ভাব সম্প্রসারণ সারাংশ আবেদন পত্র প্রতিবেদন
রচনা সহ বিভিন্ন কিছু উত্তর শিক্ষার্থীরা দিয়েছেন। এক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র খাতা দেখছি এমন কয়েকজন শিক্ষক আমাদেরকে জানিয়েছে
বাংলা দ্বিতীয় পত্র খাতা অন্য সবার থেকে একটু আলাদা হয়। অনেক শিক্ষার্থী প্রথম দিকেই তো পূর্ণ ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো দিয়েছে
এবং সেখানে আমরা দশের মধ্যে ১০ দিতে পেরেছি। তবে অনেকেই আছে প্রথম দিকে খুবই বড় বড় প্রশ্ন লিখেছে যেমন রচনা ভাব সম্প্রসারণ
সেখানে আমরা নম্বর বেশি দিতে পারলেও শেষের দিকে এসে নম্বর কমিয়ে দিয়েছে। কারণ সেখানে হাতের লেখা কিছুটা খারাপ ছিল,
বাংলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাতের লেখা এবং স্পষ্টতা। আমরা যদি পরীক্ষায় খাতা দেখে উত্তর বুঝতে না পারে
আমরা সেখানে নাম্বার দিতে পারবো না, অনেক শিক্ষার্থী এমনভাবে লিখেছে যাতে তাদের উত্তর বোঝা সম্ভব নয়।
সেখানে আমরা নম্বর শিক্ষার্থীদেরকে কিছুটা কম দিয়েছি, তবে সবাই অনেক ভালো লিখেছে আমরা চেষ্টা করছি তাদের নম্বর বেশি বেশি করে দেওয়ার।
এক্ষেত্রে সব শিক্ষার্থী ৭০ নম্বরের মধ্যে গড়ে ৪০ এর উপরে পাচ্ছেন। অনেক বান্ডেল পেয়েছি যেখানে সবাই ৬০ উপরে পেয়েছে।
কারণ তারা এত সুন্দর করে লিখেছে সেখানে আমরা প্রতি প্রশ্নে নয় আট করে নম্বর দিয়েছে। সুখবর শিক্ষার্থীদের জন্য এই যে বাংলা
দ্বিতীয় পত্র বিষয়ে ফেলের সংখ্যক খুবই কম, হাতে গোনা দুই একজন শিক্ষার্থী বাদে সবাই খুব ভালো ফলাফল করবে বলে আমরা সেভাবেই দেখছি।
Related tag
এসএসসি পরীক্ষা খাতা দেখা
এসএসসি পরীক্ষা খাতা কিভাবে দেখাবো
কিভাবে এসএসসি পরীক্ষার খাতা দেখা হচ্ছে
বাংলা পরীক্ষার খাতা দেখা শুরু
বাংলা পরীক্ষার খাতা
কিভাবে বাংলা দেখা হবে
বাংলা প্রথম পত্র খেলা দেখা শুরু
বাংলা দ্বিতীয় পত্র খাতা দেখা শুরুর
এসএসসি পরীক্ষার খাতা দেখার কার্যক্রম শুরু
Leave a Reply