Shovon Study

Education News Website

XI Class Admission 2024 Apply | HSC Admission 2024

বর্তমানে যে সকল শিক্ষার্থী এসএসসি পরিপূর্ণ হয়েছে তাদের XI Class Admission 2024 ভর্তি কার্যক্রম শুরু করছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আজকে আমরা আবেদন করার সকল নিয়ম এবং নির্ধারিত ওয়েবসাইট তুলে ধরছি, যেখান থেকে আবেদন করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ২০২৪ সালে এসএসসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে এছাড়া ২০২২ এবং ২৩ সালের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে।

আরো পরুনঃ একাদশ ভর্তি ২০২৪ – সকল কলেজ আসন ও যোগ্যতা

শিক্ষা মন্ত্রণালয় নির্দিষ্ট ওয়েবসাইরে – XI Class Admission 2024 – প্রবেশ করে শিক্ষার্থীর আবেদন করার সুযোগ পাবে।

কিভাবে আবেদন করবে এবং আবেদন করার যাবতীয় সকল তথ্য আমরা তুলে ধরছি। খুব সহজে শিক্ষার্থীরা সে বিষয়গুলো মেনে আবেদন করতে পারবে।

গত কয়েক বছর যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পরিচালনা করা হলেও এ বছর নতুন নিয়ম চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়।

যেখানে তারা জানিয়েছে আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আগে একটি একাউন্ট তৈরি করতে হবে।

আরো পড়ুনঃ ৬৭০০০ টাকা উপবৃত্তি পাবে সকল ।SSC 2024 শিক্ষার্থী

একাউন্ট তৈরি করতে যা যা লাগবে তা হলঃ

  • শিক্ষার্থীর নিজের এসএসসি পরীক্ষার রোল নম্বর
  • এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর
  • বোর্ডের নাম
  • পরীক্ষার সাল
  • মোবাইল নাম্বার
  • জন্ম নিবন্ধন নাম্বার
  • ধর্ম
  • জন্ম তারিখ
  • লিঙ্গ

এরপর সেই মোবাইল নাম্বারে একটি ম্যাসেজ যাবে যেখানে একটি ইউজার নেইম ও পাসওয়ার্ড যাবে। যে সেইভ করে রাখতে হবে।

এর সেই তথ্য দিয়ে আবার ওয়েবসাইটে আসতে হবে ও লগইন বাটনে ক্লিক করে সকল তথ্য দিতে হবে। নতুন পাসওয়ার্ড সেইভ করতে হবে।

এইভাবে শিক্ষার্থী প্রবেশ করবে এবং পরবর্তীতে টাকা জমা দিতে হবে।

টাকা জমা ছাড়া মুল আবেদনের কাজ করতে পারবে না। তাই সবল নিয়ম কানুন মানতে হবে।

টাকা জমা দিয়ে ফ্রি পরিশোধ অপশনে যেতে হবে এরপর মোবাইল ব্যাংকিং সিলেক্ট করতে হবে। যেখানে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে টাকা দিতে পারবে।

প্রথমে যর নাম্বারে টাকা আছে তা বসাতে হবে এরপর কনফার্ম করতে হবে।

ওই নাম্বারে একটি ভেরিফাই কোড যাবে যা এখানে বসাতে হবে।

সবার শেষে পিন নাম্বার দিলে টাকা কেটে দিয়ে যাবে। এরপর মুল আবেদন করা যাবে।

মুল আবেদন করার জন্য আগে কলেজ সিলেক্ট করতে হবে।

অর্থাৎ বিভাগ জেলা থানা সিলেক্ট করতে হবে এবং এউ কলেজের সকল তথ্য আসবে। এরপর সেই কলেজ মুল তালিকায় বসাতে হবে।

এভাবে একে একে ৫-১০ টি কলেজ যুক্ত করতে হবে। কোসো কোঠা থাকলে তাও দিতে হবে। সব শেষে আবেদন সাবমিট করতে হবে।

আগামী ১১ জুন পযন্ত আবেদন করা যাবে। তবে ওয়েবসাইট সমস্যা হলে পরে আবেদন করতে হবে। কোনো ভুল হলে হেল্প লাইনে কথা বলতে হবে।

আবেদন করার লিংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *