এসএসসি পরীক্ষার কত নম্বর পেলে শিক্ষার্থী কোন গ্রেড পাবে তা অনেক শিক্ষার্থী জানে না। SSC Exam GPA System শিক্ষার্থীদের জানাবো।
মূলত এসএসসি পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন নিয়মে হয়ে থাকে। যেখানে সর্বমোট 13 টি বিষয় পরীক্ষা আয়োজন করা হয়।
- আরও পড়ুনঃ SSC Exam MCQ CQ Pass Mark
যে সকল বিষয় এসএসসি পরীক্ষা হয় তা হলঃ
- বাংলা প্রথম পত্র
- বাংলা দ্বিতীয় পত্র
- ইংরেজি প্রথম পত্র
- ইংরেজি দ্বিতীয় পত্র
- গণিত
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- ধর্ম ও নৈতিক শিক্ষা
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- জীববিজ্ঞান
- উচ্চতর গণিত
- হিসাববিজ্ঞান
- ব্যবসায় উদ্যোগ
- ফিনান্স ও ব্যাংকিং
- অর্থনীতি
- ইতিহাস
- পৌরনীতি
- ভূগোল
- বিজ্ঞান
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- কৃষি শিক্ষা
- গার্হস্থ্য বিজ্ঞান
এই জায়গায় শিক্ষার্থী সর্বমোট কত নম্বর পেলে কোন গ্রেড পাবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা আয়োজন করা হয় তিনটি অংশে বিভক্ত হয়ে।
যেখানে সৃজনশীল এর পরীক্ষা হয় ৭০ এবং ৫০ নম্বরে বহুনির্বাচনী পরীক্ষা আয়োজন করা হয় 30 এবং 25 নম্বরে অন্যদিকে ব্যবহারিক পরীক্ষা হয় শুধুমাত্র ২৫ নম্বরের উপর ভিত্তি করে।
SSC Exam GPA System নির্ণয় করার জন্য সৃজনশীল বহুনির্বাচনী এবং ব্যবহারিক অংশ নম্বর একত্রিত করে মূল ফলাফল প্রস্তুত করা হয় এবং গ্রেড নির্ণয় করা হয়।
তবে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ও ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের হিসাব একটু আলাদা। এখানে শিক্ষার্থীদের ২০০ নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছে তার উপর গ্রেড
পয়েন্ট নির্ণয় করা হয় অর্থাৎ এখানে প্রথম পত্রের ১০০ এবং দ্বিতীয় পত্রের ১০০ মিলিয়ে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে শিক্ষার্থীর পাশ থেকে শুরু করে নির্ণয় করা হয়।
SSC Exam GPA System
Number | GPA | Point |
100-80 | A+ | 5.00 |
79-70 | A | 4.00 |
69-60 | A- | 3.50 |
59-50 | B | 3.00 |
49-40 | C | 2.00 |
39-33 | D | 1.00 |
32-00 | F | 00 |
মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল তথ্য পেতে যুক্ত থাকুন Shovon Study সাথে।
GPA 5 পেতে বাংলা ১ম ও২য়
এবং English 1st paper and 2nd paper দুনোটাতে কি 80পেতে হবে
Vaiya amio tai boli je 2 Tate jodi 80 Kore na Pai thle ki A+ asbe?