অনার্স ভর্তি আবেদন করার নিয়ম – ওয়েবসাইট লিংক

অনার্স ভর্তি পরীক্ষার আবেদন শুরু করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীরা অনার্স ভর্তি আবেদন করার নিয়ম করছে। নিজের মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে।

আমরা আবেদন করার নিয়ম এবং ওয়েবসাইট লিংক তুলে ধরছি যেখানে খুব সহজে আবেদন করার বিষয়গুলো উপস্থাপন করা রয়েছে।

আবেদন করার সর্বমোট পাঁচটি পর্ব রয়েছে। আমরা এখানে পাঁচটি পর্ব আলাদা আলাদা ভাবে উপস্থাপন করছি এবং সহজে আবেদন করার বিষয়গুলো জানিয়ে দিচ্ছি।

১. অনলাইন আবেদন করার প্রথম ধাপ

অনলাইন আবেদন করার প্রথম ধাপে শিক্ষার্থীকে এসএসসি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বোর্ডের নাম এবং

পাশের সাল লিখতে হবে ও এইচএসসি রোল নম্বর বোর্ডের নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সাল লিখতে হবে।

সকল তথ্য সঠিকভাবে লেখার পরে আরো একবার চেক করে নিতে হবে এবং সর্বশেষ নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যাবে।

২. অনলাইন আবেদন করার দ্বিতীয় ধাপ

দ্বিতীয় ধাপে এসে শিক্ষার্থীকে তার সকল তথ্যগুলো মিলিয়ে নিতে হবে। এখানে শিক্ষার্থী আলাদাভাবে কোন কিছুই করতে হবে না।

তার রোল নম্বর এসএসসি এইচএসসি জিপিএ এবং তার নিজের নাম বাবা মায়ের নাম তার লিঙ্গ সবকিছু মিলিয়ে নিবে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।

৩. অনলাইন আবেদনের তৃতীয় ধাপ

মূলত তৃতীয় ধাপে শিক্ষার্থীকে সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হবে এবং গ্রহণ করতে হবে এই পর্বে শিক্ষার্থীকে

তার কোন কোন কলেজে ভর্তির সুযোগ থাকবে। কোন কোন বিষয়ের উপরে ভর্তির সুযোগ থাকবে তার তালিকা

বাম সাইডে দেখাবে। এরপরে কলেজ সিলেকশন, শিক্ষার্থী কোন কলেজে ভর্তি হতে চায় তার বিভাগ জেলা

এবং কলেজের নাম সিলেক্ট করবে। পরবর্তীতে সেই কলেজে কোন কোন আসন ফাঁকা রয়েছে, সেগুলো তিন

নম্বর ছকে দেখানো হবে। চার নম্বর ছবি শিক্ষার্থী তিন নম্বর সব থেকে একটি একটি করে যুক্ত করবে এবং শিক্ষার্থী

কতগুলো বিষয় আবেদন করতে চাই সেগুলো সেখানে জানাবে সর্বমোট 15 টি বিষয় সিলেক্ট করতে পারবে।

৪. আবেদন করার চতুর্থ ধাপ

আবেদন করার চতুর্থ ধাপে শিক্ষার্থীকে আবেদন করার জন্য মূলত কোটা সিলেট করার কথা বলা হয়েছে।

যদি শিক্ষার্থীর কোন প্রকার কোটা থেকে থাকে তাহলে শিক্ষার্থী ইয়েস অপশনে ক্লিক করে কোটা সিলেক্ট করবে।

আর নয়তো শিক্ষার্থীর নো অপশনে ক্লিক করে কোটা সিলেক্ট করবে না।

৫. অনলাইন আবেদনের ৫ম ধাপ

পরবর্তী ধাপে শিক্ষার্থীকে তার নিজের একটি ছবি আপলোড করতে হবে। যেখানে পাসপোর্ট সাইজের ছবিতে উচ্চতা

থাকবে ১৫০ পিক্সেল বাই ১২০ এর ছবি আপলোড করতে হবে এবং ছবির সাইজ থাকবে ৫০ কেবি এবং সবার শেষে

শিক্ষার্থী নিজের একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং শিক্ষার্থীর ইমেইল এড্রেস দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়া বাধ্যতামূলক।

আবেদনের সর্বশেষ ধাপ

এই পর্বে শিক্ষার্থী আবেদন প্রিভিউ অপশনে ক্লিক করে আরো একবার দেখে নিবে এবং সাবমিট অ্যাপ্লিকেশন

অপশনে ক্লিক করে আবেদন সাবমিট করবে। পরবর্তীতে শিক্ষার্থীর কাছে অ্যাডমিশন রোল এবং পাসওয়ার্ড

নামে একটি অপশন দেওয়া হবে, যেগুলো শিক্ষার্থী সংরক্ষণ করবে এবং তার আবেদনটি ডাউনলোড করে নিতে পারবে।

সে ডাউনলোড করার পরবর্তীতে আবেদন ফরমটি প্রিন্ট আউট করে কলেজের নিকট জমা দিবে।

অনার্স ভর্তি আবেদন করার নিয়ম – লিংক http://app11.nu.edu.bd/

Leave a Reply