Shovon Study

Education News Website

HSC Admission 2024 Online Apply | College Admission

HSC Admission 2024 অনলাইন আবেদন করার সম্পূর্ণ নিয়ম আজকে আমরা এই পোস্টের মাধ্যমে জানবো এবং সম্পূর্ণ লিংক ও তথ্য জানিয়ে দিচ্ছে।

যেখান থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে একাদশ ভর্তির অনলাইন আবেদন করা ওয়েবসাইট প্রকাশ করেছে।

আরো পড়ুনঃ ৬৭০০০ টাকা উপবৃত্তি পাবে সকল ।SSC 2024 শিক্ষার্থী

আরও পরুনঃ এসএসসি ২০২৪ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে ?

সেখানে তারা জানিয়েছে কোন বোর্ডের অধীনে কত সিট সংখ্যা রয়েছে, কত শিক্ষার্থী সেখানে আবেদন করতে পারবে সবকিছু।

আজকে আমরা শিক্ষার্থীদের সেই তালিকা তুলে ধরছি যেখান থেকে জানতে পারবে তাদের একাদশ ভর্তির সকল তথ্য।

  • কোন কলেজে কত আসন সংখ্যা রয়েছে
  • কোন কলেজে কত পয়েন্ট হলে আবেদন করা যাবে
  • অনলাইন আবেদনের প্রথম ধাপ অ্যাকাউন্ট তৈরি করা
  • অনলাইন আবেদনের দ্বিতীয় ধাপ টাকা পরিশোধ করা
  • অনলাইন আবেদনের তৃতীয় ধাপ ভর্তির আবেদন করা

সারা বাংলাদেশে কোন কলেজে কত আসন সংখ্যা রয়েছে এবং কত আসন বিপরীতে শিক্ষার্থীদের আবেদন করবে কোন কলেজে কত যোগ্যতা রয়েছে

অর্থাৎ কত পয়েন্টে সেখানে আবেদন করার কথা বলা হয়েছে তার তালিকায় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করেছে।

আজকে আমি সকল শিক্ষা বোর্ডের সেই তালিকা প্রকাশ করছি তুলে ধরছি, যেখান থেকে শিক্ষার্থীরা দেখতে পারবে তাদের পছন্দের কলেজগুলোতে কত নম্বর আবেদন করতে পারবেন।

  1. সিলেট শিক্ষা বোর্ড
  2. চট্টগ্রাম শিক্ষা বোর্ড
  3. ঢাকা শিক্ষা বোর্ড
  4. কুমিল্লা শিক্ষা বোর্ড
  5. রাজশাহী শিক্ষা বোর্ড
  6. যশোর শিক্ষা বোর্ড
  7. বরিশাল শিক্ষা বোর্ড
  8. ময়মনসিংহ শিক্ষা বোর্ড
  9. দিনাজপুর শিক্ষা বোর্ড
  10. মাদ্রাসা শিক্ষা বোর্ড

অনলাইন আবেদন – প্রথম ধাপ অ্যাকাউন্ট তৈরি করা

HSC Admission 2024 অনলাইন আবেদন করার ক্ষেত্রে প্রথমে শিক্ষার্থীদের অনলাইনে প্রবেশ করে নির্ধারিত ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

  • শিক্ষার্থীর রোল নাম্বার
  • রেজিস্ট্রেশন নাম্বার
  • পাশের সাল
  • বোর্ডের নাম
  • শিক্ষার্থী জন্ম নিবন্ধন নাম্বার
  • শিক্ষার্থীর সচল মোবাইল নাম্বার

এই তথ্যগুলো দিয়ে খুব সহজে শিক্ষার্থী একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবে, মোবাইল নাম্বার একটি পাসওয়ার্ড

এবং ইউজার নেম যাবে যা দিয়ে প্রবেশ করে শিক্ষার্থী নতুন পাসওয়ার্ড সাবমিট করবে এবং ভর্তির কার্যক্রমে সামনে আগাবে।

অনলাইন আবেদন – দ্বিতীয় ধাপ টাকা পরিশোধ করা

টাকা পরিশোধ করার ক্ষেত্রে শিক্ষার্থী ব্যাংক একাউন্ট অথবা মোবাইল ব্যাংক একাউন্ট অথবা অনলাইন ব্যাংক একাউন্ট ব্যবহার করতে পারবে।

তবে এখানে আমরা শুধুমাত্র মোবাইল ব্যাংক একাউন্ট নিয়ে কথা বলছি, বিকাশ নগদ রকেট উপায়ে সহ বিভিন্ন উপায় শিক্ষার্থীরা

১৫০ টাকা ফ্রি দিয়ে অনলাইন আবেদন করতে পারবে। তবে অবশ্যই শিক্ষার্থীদেরকে আগে ফ্রি পরিশোধ করতে হবে,

পরিশোধ করার পরবর্তীতে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নির্ধারিত ওয়েবসাইটে মোবাইল ব্যাংক একাউন্ট বিকাশ

অথবা নগদ যেকোনো একটি সিলেক্ট করে শিক্ষার্থী প্রথমে তার সেই অ্যাকাউন্ট নাম্বার দিবে অর্থাৎ ফোন নাম্বার দিবে

এরপরে সে ফোন নাম্বারে পাঠানো একটি ভেরিফিকেশন নম্বর বসাতে হবে সবার শেষে তার মোবাইল ব্যাংক একাউন্টের

পিন নম্বর বসালেই তার একাউন্ট থেকে ১৫০ টাকা কেটে নেওয়া হবে এভাবে শিক্ষার্থী তার পেমেন্ট কার্যক্রম সম্পন্ন করবে।

এবার অনলাইন আবেদন করার পালা। অনলাইন আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের কে পেমেন্ট করার পরবর্তীতে অনলাইন আবেদন করুন করতে হবে।

সেখানে বিভাগ জেলা এবং থানা পাবে যেগুলো সিলেক্ট করার পরবর্তীতে শিক্ষার্থী ওই থানার অধীনে যতগুলো কলেজ রয়েছে তার নাম চলে আসবে।

সেখান থেকে শিক্ষার্থী সিলেট করবে এবং যোগ করা বাটনে ক্লিক করে আবেদন করার মূল জায়গায় সেগুলো যোগ করবে।

এভাবে শিক্ষার্থী একটি একটি করে কলেজ যোগ করবে এবং সর্বমোট ১০ টি কলেজ যোগ করতে পারবে, তবে সর্বনিম্ন পাঁচটি

কলেজ যোগ করার সুযোগ পাবে অর্থাৎ পাঁচটি থেকে দশটি কলেজের মধ্যে শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

যেখানে পছন্দ ক্রোম এবং যোগ্যতার উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে কলেজগুলো সিলেক্ট করবে। এভাবে শিক্ষার্থীরা তাদের অনলাইন আবেদন কার্যক্রম সম্পন্ন করবেন,

সবার শেষে আবেদন সাবমিট বাটনে ক্লিক করে আবেদন শেষ করবে এর মধ্যে শিক্ষার্থী চাইলে তারা আবেদন পরিবর্তন করতে পারবে।

অনলাইন আবেদন করার লিংক

5 comments
জাতীয় বিশ্ববিদ্যালয় সকল পরীক্ষা স্থগিত করেছে - Shovon Study

[…] পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করা হবে […]

ABDUR ROUF RAJU

আমি সরকারি পলিটেকনিকেলে ভর্তি হব

Mohammad Mim Musharof

1. ইসলামিয়া কলেজ
2. মিউনিসিপাল সিটি কর্পোরেশন কলেজ
3. কাইছার নিলুফা কলেজ
4. চকরিয়া সরকারি কলেজ
5. পেকুয়া জিয়া কলেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *