NU Masters Admission 2025 Apply – All Step

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে Masters Admission আবেদন করার নিয়ম আমরা তুলে ধরছি যেখান থেকে শিক্ষার্থী খুব সহজে সকল তথ্য জেনে আবেদন করতে পারবে।

অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

শিক্ষার্থীদের খুব সহজে শিক্ষার্থীরা নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের সকল তথ্য সহ আবেদন করার সরাসরি ওয়েবসাইট লিংক এখানে তুলে ধরা হলো। যেখান থেকে শিক্ষার্থীরা নিজেরা আবেদন করতে পারবে।

আরও পড়ুনঃ মাস্টার্স ভর্তি ২০২৫ আবেদন শুরু | Masters Admission 2025

আবেদনের সময়সীমা ও গুরুত্বপূর্ণ তারিখঃ

  • অনলাইন আবেদন শুরু – ১৮ মার্চ ২০২৫
  • অনলাইন আবেদন শেষ – ১০ এপ্রিল ২০২৫
  • টাকা জমা দেওয়ার শুরু – ১৯ মার্চ ২০২৫
  • টাকা জমা দেওয়ার শেষ – ১৩ এপ্রিল ২০২৫
  • কলেজ নিশ্চয়ন করার শুরু – ১৯ মার্চ ২০২৫
  • কলেজ নিশ্চয়ন করার শেষ – ১৫ এপ্রিল ২০২৫

Masters Admission অনলাইন আবেদন করার নিয়মঃ

প্রথম ধাপঃ

প্রথম ধাপে শিক্ষার্থীদের আবেদন করার জন্য কোন ডিগ্রী সম্পন্ন করেছে অর্থাৎ অনার্স অথবা প্রিলিমিনারি ডিগ্রি সেটি সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করে পরের ধাপে চলে যাবে।

দ্বিতীয় ধাপঃ

দ্বিতীয় ধাপে শিক্ষার্থীকে তার অনার্স অথবা ডিগ্রি সর্বশেষ পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সাল উল্লেখ করতে হবে।

তৃতীয় ধাপঃ

এই ধাপে শিক্ষার্থী তার তথ্যগুলো ভালোভাবে দেখে নিবে যেখানে তার জিপিএ এবং তার সকল তথ্যগুলো দেখানো হবে। এই ধাপে শিক্ষার্থীদের জন্ম তারিখ ভালোভাবে খেয়াল করবে, জন্ম তারিখে ভুল হলে তার সংশোধন করে নিতে হবে।

চতুর্থ ধাপঃ

এই ধাপে শিক্ষার্থী তার কলেজ সিলেকশন করবে। যেখানে শিক্ষার্থী কোন বিষয়ে মাস্টার্স করতে পারবে তার নাম পাবে প্রথম কলামে।

দ্বিতীয় ধাপে শিক্ষার্থী তার ভর্তি কৃত কলেজের ডিভিশন সিলেক্ট করবে, ডিস্ট্রিক সিলেক্ট করবেন এবং কলেজের নাম থেকে কলেজের নাম সিলেক্ট করবে।

উল্লেখিত কলেজে শিক্ষার্থীর সাবজেক্ট থাকলে তা দেখানো হবে এবং তার উপরে ক্লিক করে শিক্ষার্থীরা কোর্স লিস্টে অ্যাড করবে এবং নেক্সট বাটনে ক্লিক করবে।

পঞ্চম ধাপঃ

এখানে শিক্ষার্থীকে কোটা সিলেক্ট করতে হবে। যদি কোন কোটা না থাকে তাহলে তা বাদ দিতে হবে আর যদি কোটা থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করতে হবে।

ষষ্ঠ ধাপঃ

এখানে শিক্ষার্থী তার নিজের ছবি আপলোড করতে হবে। নিজের ছবি আপলোড করতে হবে অবশ্যই উল্লেখিত নিয়মের মধ্যে। তার সাথে মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস দিতে হবে।

সপ্তম ধাপঃ

এই পড়বে শিক্ষার্থীকে তার অঙ্গীকারনামা আপলোড করতে হবে। অঙ্গীকারনামার শিক্ষার্থী নিজে স্ক্যান করে তা এখানে আপলোড করবে।

তার আবেদন কার্যক্রমে সর্বশেষ ধাপ সম্পন্ন করবে। এরপরে প্রিভিউ এপ্লিকেশনে ক্লিক করে আবেদনকে আরো একবার দেখে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে Masters Admission আবেদন কনফার্ম করবে এবং আবেদন ফরম ডাউনলোড করবে।

Leave a Reply