SSC 2026 Bangla 2nd Paper Short Syllabus – Mark Distribution

SSC 2026 পরীক্ষার্থী তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে মানবন্টন এবং সিলেবাস বুঝে নেওয়া উচিত। কারণ ভিন্ন নিয়মে পরীক্ষা হচ্ছে।

এই নিয়মে অনেক শিক্ষার্থী জানেনা কিভাবে তাদের প্রশ্ন আসবে, কি কি পড়তে হবে ? আজকে তোমাদেরকে জানাবো এই মানবন্টন ও সিলেবাসের সম্পূর্ণ তথ্য।

আরও পড়ুনঃ

SSC 2026 নতুন নিয়মে পরীক্ষা হবে, এটা সবাই কমবেশি জানলেও বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র সম্পন্ন ভিন্ন নিয়মে পরীক্ষা হচ্ছে।

বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন আমরা নিচে তুলে ধরছি, যেখান থেকে শিক্ষা সকল বিষয়গুলো জেনে নিতে পারবে।

এসএসসি ২০২৬ বাংলা দ্বিতীয় পত্র মানবন্টন

নির্মিত অংশ

  • অনুচ্ছেদ রচনা – দুইটি থাকবে একটি উত্তর দিতে হবে
  • পত্র দরখাস্ত নম্বরপত্র পত্র পত্রিকা প্রকাশের জন্য চিঠি – দুইটি থাকবে একটি উত্তর দিতে হবে
  • সারাংশ সারমর্ম – দুটি থাকবে একটি উত্তর দিতে হবে
  • ভাব সম্প্রসারণ – দুটি থাকবে একটি উত্তর দিতে হবে
  • অনুবাদ – দুটি থাকবে একটি উত্তর দিতে হবে
  • রচনা – ৩ টি থাকবে একটি উত্তর দিতে হবে

বহুনির্বাচনী অংশ

  • ৩০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে
  • ৩০ টি প্রশ্নের উত্তর দিতে হবে
  • ব্যাকরণ এবং নির্মিত অংশের বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ বাক্য থেকে বহুনির্বাচনি আসবে

এসএসসি ২০২৬ বাংলা দ্বিতীয় পত্র সিলেবাস

বহুনির্বাচনী

  • ধ্বনি ও বর্ণ
  • স্বরধ্বনি
  • ব্যঞ্জনধ্বনি
  • বর্ণের উচ্চারণ
  • শব্দ ও পদের গঠন
  • উপসর্গ দিয়ে শব্দ গঠন
  • প্রত্যয় দিয়ে শব্দ গঠন
  • সমাস প্রক্রিয়া দিয়ে শব্দ গঠন
  • শব্দের শ্রেণীবিভাগ
  • বিশেষ্য
  • সর্বনাম
  • বিশেষণ
  • ক্রিয়া
  • ক্রিয়া বিশেষণ
  • অনুসর্গ
  • যোজক
  • আবেগ
  • বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ
  • বাক্যের বর্গ
  • উদ্দেশ্য
  • বিধায়ক
  • সরল জটিল ও যৌগিক বাক্য
  • বাগধারা
  • প্রতিশব্দ
  • বিপরীত শব্দ
  • শব্দ জোড়

নির্মিত অংশ

  • অনুচ্ছেদ
  • সারাংশ সারমর্ম
  • ভাব সম্প্রসারণ
  • চিঠিপত্র
  • সংবাদ প্রতিবেদন
  • প্রবন্ধ রচনা

Leave a Reply