এসএসসি ২০২৫ পরীক্ষা আয়োজন করা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রায় ৩০ থেকে ৩৫টি নির্দেশনা প্রদান করা হয়েছে।
তার মধ্যে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রায় ১৫ নির্দেশনা। এই নির্দেশনা যদি শিক্ষার্থীরা না মানে তাহলে শিক্ষার্থীরা
বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে। নির্দেশনা গুলো আইন মনে করে মানতে হবে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে।
আরও পড়ুনঃ
- এসএসসি OMR Sheet PDF – পুরন করার নিয়ম
- এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের শেষ সময় ৪ টি করনীয়
- যে কারনে এসএসসি পরীক্ষায় ফেল করে অনেক শিক্ষার্থী
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশনা গুলো প্রদান করেছে যা আমরা নিচে তুলে ধরছি।
১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।
২. অনিবার্য কারণে কোন পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ৩০ মিনিট পরে পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্টারে নাম রোল নাম্বার প্রবেশের সময় এবং বিলম্বের কারণ উল্লেখ করতে হবে।
৩. যারা বিলম্বে পরীক্ষা কেন্দ্রে আসবে তাদের তথ্য সরাসরি বোর্ডকে পাঠিয়ে দিতে হবে।
৪. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর অর্থাৎ ১০ঃ৩০ মিনিটের পরে কোন শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
সকল আপডেট পেতে আমাদের WhatApps Channel এ যুক্ত হতে পারেন – | জয়েন লিংক |
৫. প্রথমে বহুনির্বাচনী পরীক্ষা হবে, এরপরে সৃজনশীল পরীক্ষায় আয়োজন করা হবে। দুই পরীক্ষার মধ্যে কোন প্রকার বিরতি থাকবে না।
৬. কেন্দ্র সচিব ব্যতীত কেউ মোবাইল ফোন নিতে পারবে না। কোন শিক্ষক শিক্ষার্থী ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবে না।
৭. শিক্ষার্থীরা শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তাও নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর হতে হবে।
৮. প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
৯. পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শুরুর পূর্বে এবং পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী এবং শিক্ষক ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না।
১০. অনিবার্য কারণবশত কোন পরীক্ষা দেরিতে শুরু হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে সেই হিসেবে পরীক্ষা শেষ করা হবে। প্রশ্নের উল্লেখিত নির্ধারিত সময় দিতে হবে।
১১. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ও এম আর ফরম তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড সঠিকভাবে বৃত্ত ভরাট করবে।
১২. OMR ফ্রম কোন ভাবে ভাঁজ করা যাবে না। অবঞ্চিত কোন দাগ দেওয়া যাবে না।
১৩. একজন শিক্ষার্থীকে সৃজনশীল বহুনির্বাচনি এবং ব্যবহারিক অংশে পৃথক পৃথকভাবে পাস করতে হবে।
১৪. কোন শিক্ষার্থী অভিভাবক প্রশ্ন ফাঁস গুজব সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।
১৫. পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.
Hmm best rule,,🙂