এসএসসি OMR Sheet PDF – পুরন করার নিয়ম

মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল। পরীক্ষা চলাকালীন সময় প্রতিটি পরীক্ষায় সৃজনশীল বহুনির্বাচনী দুইটি OMR Sheet পূরণ করতে হবে।

এখানে যদি শিক্ষার্থী ভুল করে তাহলে তার পরীক্ষায় ফেল আসতে পারে। কেননা কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে OMR Sheet।

যদি তথ্যগুলো না মেলে এবং ভুল তথ্য শিক্ষার্থী প্রদান করে তাহলে শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাবে না এবং পরবর্তীতে তার মূল রেজাল্টের সাবজেক্ট

এর রেজাল্ট নাও আসতে হতে পারে। OMR Sheet নিতে তুলে ধরছি যেখান থেকে তাদের ফর্ম গুলো ডাউনলোড করতে পারবে।

সকল আপডেট পেতে আমাদের WhatApps Channel এ যুক্ত হতে পারেন – জয়েন লিংক

প্রতিটি পরীক্ষায় OMR Sheet যা পূরণ করতে হবে তা হলঃ

সৃজনশীল অংশ

  • পরীক্ষার নাম
  • পরীক্ষার সাল
  • রোল নাম্বার
  • রেজিস্ট্রেশন নাম্বার
  • বিষয় কোড
  • অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা

বহুনির্বাচনী অংশ

  • পরীক্ষার নাম
  • পরীক্ষার সাল
  • রোল নাম্বার
  • রেজিস্ট্রেশন নাম্বার
  • বিষয় কোড
  • সেট কোড

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • OMR Sheet সঠিকভাবে পূরণ করতে হবে
  • হাতের বাম পাশ থেকে লেখা শুরু করতে হবে
  • সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে
  • বৃত্তের ভিতরে কি লেখা আছে তা যেন দেখা না যায়
  • দুইবার কোন ভরাট করা যাবে না
  • ভুল বৃত্ত ভরাট করলে সেটা সেখানেই রাখতে হবে এবং সঠিকটা ভরাট করতে হবে
  • কাটাকাটি করা যাবে না
  • ভাঁজ করা যাবে না কোন
  • দাগ দেওয়া যাবে না
  • কোন ভুল হলে শিক্ষকের কাছ সমাধান জিজ্ঞেস করতে হবে
OMR Sheet
OMR Sheet

1 thought on “এসএসসি OMR Sheet PDF – পুরন করার নিয়ম”

Leave a Reply