...

১৪৪ ধারা জারি থাকবে এসএসসি ২০২৫ পরীক্ষাকেন্দ্রে

এসএসসি ২০২৫ পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে এবং পরীক্ষা কেন্দ্রে 144 ধারা দাঁড়িয়ে থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে। এর সাথে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।

যা মেনে পরীক্ষা আয়োজন করা হবে। চলতি বছরে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছে 19 লক্ষ শিক্ষার্থী। তাদের পরীক্ষা আয়োজন করছে 11 টি শিক্ষা বোর্ড।

আরও পড়ুনঃ

ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রকে।

সেই নির্দেশনার আলোকে পরীক্ষায় আয়োজন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে কোন প্রশ্নের পরীক্ষা হবে

তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন সরবরাহ করার ক্ষেত্রে কালো কাচ যুক্ত গাড়ি ব্যবহার করতে হবে।

এছাড়া পরীক্ষার সময় শিক্ষার্থী ব্যতীত পরীক্ষা কেন্দ্রে কেউ প্রবেশ করতে পারবে না এবং আশেপাশে এলাকায় 144 ধারা জারি থাকবে

অর্থাৎ ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না। কোন প্রকার যানবাহন এবং চলাফেরা সম্পন্ন নিষেধ থাকবে।

সকল আপডেট পেতে আমাদের WhatApps Channel এ যুক্ত হতে পারেন – জয়েন লিংক

যদি কোন শিক্ষার্থী এসএসসি ২০২৫ পরীক্ষা কেন্দ্রে দেরি করে প্রবেশ করে তাহলে তার দেরি করার কারণ উল্লেখ করতে হবে।

বিশেষ করে দশটা ত্রিশ পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে কিন্তু 10:30 এর পরে পরে পরীক্ষাকেন্দ্রে

প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। প্রশ্ন ফাঁস এবং গুজব রোধের ব্যবস্থা গ্রহণ করছে আইন শৃঙ্খলার রক্ষাকারী

বাহিনীকে ব্যাপারে সচেতন থাকার কথা বলা হয়েছে। পরীক্ষার সময় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং উত্তরপত্র গ্রহণ করা হবে।

কোন কারণে যদি পরীক্ষার প্রশ্ন দিতে দেরি হয় তাহলে অতিরিক্ত সময় প্রদান করা হবে। সর্বমোট শিক্ষার্থীরা তিন ঘন্টা পরীক্ষার সময় পাবে।

এছাড়া সেনাবাহিনী পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকবে এমন কথা বিভিন্ন জায়গায় ছড়ানো হলেও সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে

পরীক্ষাকেন্দ্রে সেনাবাহিনীর কোন দায়িত্ব পালনের বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে বর্তমান সেনাবাহিনীর ম্যাজিস্ট্রিক ক্ষমতা রয়েছে।

সেক্ষেত্রে তারা বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে এবং অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সমাধান করতে পারে।

Leave a Reply

Discover more from Shovon Study

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading