অনার্স ভর্তি পরীক্ষা পাস মার্ক কত ? Honours Admission Pass Mark

অনার্স ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে মানে অনার্স ভর্তি পাস মার্ক কত সে বিষয় নিয়ে অনেকেই জানে না।

জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 2024 -25 শিক্ষাবর্ষ থেকে তারা ভর্তি পরীক্ষায় আয়োজন করতে যাচ্ছে,

এই পরিস্থিতিতে কত নম্বর পেয়ে শিক্ষার্থী তার ভর্তি পরীক্ষায় পাস করবে এবং পাস করলে কি শিক্ষার্থী যে কোন

কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে তা নিয়ে রয়েছে জল্পনা আমরা চেষ্টা করছি এ ব্যাপারে অবহিত করার।

আরও পড়ুনঃ অনার্স ভর্তি অনলাইন আবেদন করতে কি কি লাগবে ?

ভর্তি পরীক্ষার পাশ নম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগে আলাদা আলাদা মানবন্টনে পরীক্ষায় আয়োজন করা হবে।

তবে সবারই পরীক্ষায় আয়োজন করা হবে নৈবিত্তিক অর্থাৎ mcq পদ্ধতিতে এবং 100 নম্বরে পরীক্ষা আয়োজন করা হবে।

তবে মূল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২০০ নম্বরে, যেখানে তার এসএসসি এইচএসসি রেজাল্ট যুক্ত

হয়ে ১০০ নম্বর পূরণ করবে। সর্বমোট ২০০ নম্বরের মধ্যে শিক্ষার্থী কত নম্বর পাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ।

Shovon Study সকল আপডেট পেতে Whatsapp Channel ফলো করুন

তবে এখানে 100 নম্বর আলাদা ভাবে ৩৫ পেতে হবে পাশ করার জন্য। যদি শিক্ষার্থী ৩৫ নাম্বারে কম পায় তাহলে শিক্ষার ঠিক

কোথাও ভর্তি ও সুযোগ পাবে না অর্থাৎ 35 নম্বর হচ্ছে শিক্ষার্থীর পাশ মার্ক। তবে এখানে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান

এবং অন্যান্য বিষয় আলাদা কোন পাশ নম্বর নেই অর্থাৎ সর্বমোট ১০০ নম্বরের মধ্যে 35 নম্বর পেলেই শিক্ষার্থী পাস করবে।

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন – বিজ্ঞান মানবিক ব্যবসায়

পাস করার পরে কার্যক্রম

শিক্ষার্থী একটি কলেজের নির্ধারিত কয়েকটি সাবজেক্টের উপর আবেদন করবে আবেদন করার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যখন পরীক্ষা দিয়ে চান্স থাকবে,

তখন সেই কলেজগুলো তাকে নেওয়ার সুযোগ পাবে। যদি শিক্ষার্থী ১০০ নম্বরের মধ্যে ভালো একটি নম্বর পায় এবং সর্বমোট ২০০ নম্বরের মধ্যে

তার যদি একটি গ্রহণযোগ্য নাম্বার থাকে তাহলে তাকে কলেজগুলো কলেজটি কোন একটি ডিপার্টমেন্টে তাকে নিয়ে নিবে।

কিন্তু যদি তাকে কোন ডিপার্টমেন্ট না, নেয় তাহলে শিক্ষার্থীর রেজাল্ট প্রথমে আসবে না। পরবর্তী ধাপে শিক্ষার্থী আবার আবেদন করার সুযোগ পাবে।

যেখানে সে কয়েকটি কলেজ আবেদন করতে পারবে, কলেজগুলো তাকে যাচাই-বাছাই করে নেওয়ার সুযোগ পাবে।

তবে এখানে প্রথম ধাপে সরকারি কলেজ গুলোতে চাইলে বেশি থাকার কারণে প্রতিযোগিতায় বেশি হয়। কিন্তু দ্বিতীয় তৃতীয় ধাপে

শিক্ষার্থীরা বেসরকারি কলেজগুলো চয়েজ করতে পারে, এতে করে শিক্ষার্থীরা খুব সহজে কোন কলেজে পেতে পারে।

Leave a Reply