একাদশ ভর্তি ২০২৪ সারাদেশের সকল কলেজের তালিকা এবং সেই কলেজের আসন সংখ্যা ও যোগ্যতা শিক্ষা বোর্ড ফাইল উপস্থাপন করা হলো।
একাদশ ভর্তি ২০২৪ কার্যক্রম বর্তমানে শুরু করছে শিক্ষা মন্ত্রণালয়, আগামী ২৬ মে থেকে তাদের ভর্তি কার্যক্রম শুরু করবে প্রথম ধাপে চলবে 11 জুন পর্যন্ত।
আরও পড়ুনঃ ৪ টি উপবৃত্তি পাবে এসএসসি ২০২৪ সকলে
এখন শিক্ষার্থীরা চাচ্ছে ভালো একটি কলেজে ভালো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য, যার জন্য তারা চেষ্টা করতে তাদের
আশেপাশের সকল কলেজের তালিকা খুঁজে বের করা এবং সেখানে ভর্তির যোগ্যতা কত এবং কতগুলো আসন রয়েছে।
একাদশ ভর্তির আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রথমত তিনটি কলেজ সর্বোচ্চ দশটি কলেজ এবং সর্বনিম্ন পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ হবে।
তাই অবশ্যই শিক্ষকদের একাধিক কলেজের অপশন গুলো খুঁজে দেখতে হবে, যে কলেজগুলো তারা আবেদন করতে পারবে
প্রথমদিকে কলেজগুলোর সুযোগ সুবিধা বেশি পাবে অর্থাৎ সে কলেজগুলো তাকে নিতে পারবে সবচেয়ে বেশি
গুরুত্ব দিয়ে। তাই যে কলেজগুলো প্রথম দিকে রাখবে সে কলেজগুলো যেন ভালো হয় এবং শিক্ষার্থী পছন্দ থাকে।
ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন তালিকা প্রকাশ করেছে, যেখানে জানা গেছে সারাদেশের সকল কলেজের সর্বনিম্ন যোগ্যতা
অর্থাৎ কত পয়েন্ট হলে শিক্ষার্থীর সেই কলেজে আবেদন করার সুযোগ পাবে। আবেদন করার সুযোগ পেলেই কিন্তু
সেখানে চান্স পাওয়ার বিষয়টি আসছে না। শুধুমাত্র আবেদন করার জন্য শিক্ষার্থী সেখানে এই পয়েন্টে সুযোগ পাচ্ছে,
কিন্তু এখানে চান্স পাওয়ার জন্য কলেজগুলো আলাদা একটি মানদন্ড রয়েছে যা নির্ভর করে শিক্ষার্থীদের আবেদনের উপর।
এছাড়া জানতে পারবে কোন কলেজে কত আসন সংখ্যা রয়েছে অর্থাৎ বিজ্ঞান বিভাগের কত আসন সংখ্যা মানবিক বিভাগের
সংখ্যা ব্যবসা বিভাগের কত আসন সংখ্যা সবকিছু জানা যাবে এই তালিকার মাধ্যমে। তাই প্রত্যেকটা শিক্ষার্থী প্রতিটি বোর্ডের
তালিকা গুলো একবার করে দেখে নাও এবং তোমার পছন্দের কলেজগুলো তথ্যগুলো অনুসন্ধান করে খুঁজে বের করো।
কুমিল্লা বোর্ড – তালিকা দেখুন
ঢাকা বোর্ড – তালিকা দেখুন
বরিশাল বোর্ড – তালিকা দেখুন
চট্টগ্রাম বোর্ড – তালিকা দেখুন
রাজশাহী বোর্ড – তালিকা দেখুন
দিনাজপুর বোর্ড – তালিকা দেখুন
যশোর বোর্ড – তালিকা দেখুন
ময়মনসিংহ বোর্ড – তালিকা দেখুন
সিলেট বোর্ড – তালিকা দেখুন
মাদ্রাসা বোর্ড – তালিকা দেখুন
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.
vaiya government shaheed suhrawardy college etar ta to nei
শোভন ভাইয়া এই তালিকা গুলো কি ২০২৪ সালের তালিকা নাকি ২০২৩ সালের
2nd apply sit কত খালি আছে ২০২৪
আমি চান্স পাইনি
আমি কলেজ এ কোটার জন্য ভর্তি হতে পারি নাই ভুল হয়েছে আবেদন এখন কি আরো আবেদন করার সুযোগ আছে যানাবেন।।