নতুন ভাইরাস আসছে – শিক্ষা প্রতিষ্ঠান আবারও কি বন্ধ হবে ?

বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি নতুন ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কিনা তা নিয়ে প্রশ্ন করছে অভিভাবকরা এবং শিক্ষার্থীরা।

মূলত বাংলাদেশে গত কয়েকদিন ধরে রিও ভাইরাস এবং HMPV শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো

হয়েছে গত কয়েকদিন আগে রিও ভাইরাসে পাঁচ জন সনাক্ত হয়েছে। তারা বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে।

আরও পড়ুনঃ নতুন ভাইরাস আসছে – এসএসসি পরীক্ষা ২০২৫ কি হবে ?

অন্যদিকে গত 12 জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় পাশের দেশ ভারত এবং বিভিন্ন দেশে

এইচএমপিভি ভাইরাস বাংলাদেশে এসেছে। বাংলাদেশে একজন মহিলার কাছে সেই ভাইরাস পাওয়া গিয়েছে,

তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে তাদের কাছে। রাজধানীর একটি হসপিটালে বর্তমানে আক্রান্ত ব্যক্তি রয়েছে।

ভাইরাসের কথা শুনলেই মনে পড়ে যায় 2020 সালে করোনা ভাইরাস সংক্রমণের কথা। যেখানে করোনা ভাইরাস

লাখো লাখো মানুষের মৃত্যুর কারণ হয়েছিল, সেখানে জানুয়ারি মাসে প্রথম দিকে এই ভাইরাস সামনে আসে।

পরবর্তীতে সারা দেশ ছড়িয়ে পড়ে, লকডাউন দেওয়ার পরও থামানো যায়নি মৃত্যুর মিছিল। স্কুল কলেজ বন্ধ ছিল প্রায় দেড় বছর।

এই অবস্থায় চলতি বছরে কি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকার। তাদের সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে কোটি কোটি শিক্ষার্থী ও তাদের অভিভাবক।

আরও পড়ুনঃ আর্থিক অনুদান অনলাইন আবেদন ২০২৫ – mygovbd

কোন কোন অভিভাবক দাবি করছে এই ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ভূমিকা

অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রমে স্বাস্থ্যগত বিষয়গুলো যুক্ত করা।

যেমন মাস্ক পরে ক্লাস কার্যক্রম পরিচালনা করা অথবা পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক ভাবে বন্ধ রাখা।

স্কুল-কলেজের সবচেয়ে বেশি শিক্ষার্থী মিলিত হয়। যেহেতু ভাইরাস গুলো স্পর্শের মাধ্যমে হাঁচি-কাশির মাধ্যমে ছড়াচ্ছে। সেক্ষেত্রে অনেকেই এই ভাইরাসের সংক্রমিত হতে পারে।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার জরুরি নির্দেশনা অথবা এই ভাইরাস প্রসঙ্গে সতর্কতামূলক কোন কিছু জানায়নি।

যার কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠাননিয়ে গত ১৩ জানুয়ারি পর্যন্ত কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেনি।

যদি ভাইরাসের পরিস্থিতি ভবিষ্যতে খারাপ হতে পারে তখন নতুন সিদ্ধান্ত নিতে পারে তবে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না।

Leave a Reply