৫০০০০ টাকা চিকিৎসা অনুদান পাবে সকল শিক্ষার্থী – আবেদন করুন

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান প্রদান করা হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করে শিক্ষার্থীরা এই চিকিৎসা অনুদান পেতে পারে। অনেক শিক্ষার্থী দুর্ঘটনায়

ক্ষতিগ্রস্ত হয়ে বাসায় অবস্থান করছে। চিকিৎসা খরচ বহন করতে পারছে না। তারা চিকিৎসা করাচ্ছে না,

এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করছে।

আরও পড়ুনঃ আর্থিক অনুদান অনলাইন আবেদন ২০২৫ – mygovbd

অনলাইনে আবেদন করার সুযোগ প্রদান করা হয়েছে, সকল তথ্য দিয়ে অনলাইনে আবেদন করলে যাচাই বাছাই

করে যে সকল শিক্ষার্থী চিকিৎসা অনুদানের যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে সরাসরি টাকা প্রদান করা হবে।

এখানে টাকার পরিমান নির্ধারিত করা হয়নি, মূলত সর্বনিম্ন 10 হাজার টাকা এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত প্রদান করার নিয়ম রয়েছে।

শিক্ষার্থী আবেদনের উপর নির্ভর করে টাকার পরিমান নির্ধারণ করা হয়, সারা বছরই অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়।

তবে প্রতি দুই মাস অন্তর অন্তর এই আবেদন চলমান থাকে। যেমন বর্তমানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আবেদন চলছে, ফেব্রুয়ারি ২৮ তারিখ পর্যন্ত এই আবেদন করা যাবে।

এরপরে আবার মার্চ এপ্রিল মাসের আবেদন চলমান থাকবে, শিক্ষার্থীরা নিজেদের সুবিধের মতো আবেদন করতে পারবে।

আবেদন করার জন্য যা যা করণীয় তা হল –

প্রথম কাজ –

নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে জন্ম নিবন্ধন

নাম্বার দিয়ে অথবা জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে। রেজিস্ট্রেশনকৃত তথ্য দিয়ে শিক্ষার্থী লগইন করবে।

দ্বিতীয় কাজ

লগইন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশনকৃত তথ্য দিয়ে লগইন করে নিতে হবে। এক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বার অথবা ইমেইল এড্রেস চাওয়া হবে

এবং তার সাথে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে লগইন কার্যক্রম সম্পন্ন করে আবেদন করার অপশন খুঁজে পাবে।

তৃতীয় কাজ –

আবেদন করুন বাটনে ক্লিক করে শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবে। প্রথমেই শিক্ষার্থীকে তার নিজের ছবি,

জন্ম নিবন্ধন সনদের ছবি অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ছবি এবং শিক্ষার্থীর স্বাক্ষরের ছবি আপলোড করে দিতে হবে।

পরবর্তীতে শিক্ষার্থী আবেদন ফরম পাবে যে আবেদন ফরম পূরণ করতে হবে। যেখানে শিক্ষার্থীর সকল তথ্য দিতে হবে,

প্রতিষ্ঠানের তথ্যগুলো যুক্ত করতে হবে। অভিভাবকের তথ্য যুক্ত করতে হবে, অভিভাবকের আয়ের কথা যুক্ত করতে হবে।

দুর্ঘটনার কারণ যুক্ত করতে হবে এবং যাবতীয় সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে। বিশেষ করে দুইটি ডকুমেন্ট সাবমিট করার কথা বলা হয়েছে,

একটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধান নিকট থেকে দুর্ঘটনা প্রমাণপত্র হিসেবে সুপারিশ পত্র এবং ডাক্তারের নিকট থেকে দূরে প্রমাণপত্র

হিসেবে সুপারিশপত্র যেগুলো এখানে আপলোড করার পরবর্তীতে শিক্ষার্থী পরবর্তীতে শিক্ষার্থীকে তার দুর্ঘটনা

প্রমাণে বিভিন্ন টেস্ট ডকুমেন্ট ডাক্তারের প্রেসক্রিপশন টেস্ট এর রিপোর্ট এখানে আপলোড করতে হবে।

এতে করে তার আবেদন আরও গ্রহণযোগ্যতা পাবে এবং সে শিক্ষার্থী টাকা পাওয়ার জন্য আরও বেশি গ্রহণযোগ্য হবে।

সবার শেষে আবেদন করার অপশনে ক্লিক করে শিক্ষার্থী আবেদন কার্যক্রম সম্পন্ন করবে, অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে।

শিক্ষার্থীরা নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবে। কোন কম্পিউটারের দোকান অথবা কোথাও যেতে হবে না,

নিজেরা আবেদন করার চেষ্টা করলে আবেদন করা যাবে। নিচের যা ওয়েবসাইট লিংকে ক্লিক করে আবেদন করার সুযোগ রয়েছে।

আবেদন করার ওয়েবসাইট লিংক

Leave a Reply