বর্তমানে শেষ হয়েছে এসএসসি ২০২৫ পরীক্ষা। এই এসএসসি পরীক্ষার্থীরা বেশ কয়েকটি পাবে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে।
এই তথ্য জেনে পূর্বে থেকে শিক্ষার্থীরা উপবৃত্তি সম্পর্কে তথ্যগুলো জেনে সেখানে আবেদন করতে পারে এবং আর্থিক সহায়তা পেতে পারে।
আরও পড়ুনঃ কলেজ ভর্তি ২০২৫ কবে শুরু হবে ? যা বলল শিক্ষাবোর্ড
বর্তমানে শিক্ষা অনেক ব্যয়বহুল। সেখানে যদি শিক্ষার্থী কোন প্রকার উপবৃত্তির আবেদন করে টাকা পেতে পারে তাহলে তার
শিক্ষা কার্যক্রম অনেক সহজে পরিচালনা করতে পারবে। তাছাড়া কলেজ পর্যায়ে পড়ালেখা কার্যক্রম অনেক ব্যয়বহুল।
পরীক্ষা প্রাইভেট যাতায়াত সবকিছু মিলে অনেক টাকা খরচ করতে হয়। তাই উপবৃত্তের আবেদন করার জন্য সবাইকে পরামর্শ দিব।
উপবৃত্তের আবেদন করতে কতটা কোন টাকা লাগবে না বিনামূল্যে আবেদন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি –
এসএসসি ২০২৫ রেজাল্ট প্রকাশের পর এই বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে। এখানে কোন প্রকার আবেদন করা হবে না।
আবেদন করার সুযোগ থাকবে না। সরাসরি শিক্ষার্থীরা তাদের রেজাল্টের উপর ভিত্তি করে এখানে থেকে উপবৃত্তি পাবে টানা দুই বছর
অর্থাৎ এইচএসসি পর্যায়ে দুই বছর এখান থেকে শিক্ষার্থীরা টাকা পাবে। মেধা বৃত্তি এবং সাধারণ বৃত্তি ক্ষেত্রে আলাদা আলাদা টাকা প্রদান করা হবে।
আরও পড়ুনঃ আন্দোলনে যাচ্ছে এসএসসি ২০২৫ শিক্ষার্থীরা: কিন্তু কেন ?
রেজাল্ট প্রকাশের সর্বোচ্চ এক মাসের মধ্যে এই বৃত্তির ফলাফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলো।
ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তি –
৬৭ হাজার টাকা উপবৃত্তি হিসেবে পাবে এসএসসি প্রতি শিক্ষার্থীরা। তবে এর আবেদনে এখনই শুরু হবে না।
রেজাল্ট প্রকাশ হওয়ার পরপরই এর আবেদন কার্যক্রম শুরু করবে ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ।
যেখানে প্রতি মাসে শিক্ষার্থীরা ২৫০০ টাকা করে পাবেন এবং বছরে তাদেরকে আরো ৩৫০০ টাকা প্রদান করা হবে বিভিন্ন কারণে।
সর্বমোট দুই বছর শিক্ষার্থী এখান থেকে টাকা পাবে এবং যার পরিমাণ 67 হাজার টাকা ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইটে
গিয়ে আবেদন করতে হবে। যখন আবেদন শুরু হবে, তখন তোমাদেরকে জানাবো কিভাবে আবেদন করবা।
ভর্তি সহায়তা –
কলেজে ভর্তি হওয়ার পর পরই শিক্ষার্থীরা ভর্তি সহায়তা পাবে, ৮০০০ টাকা ভর্তির সাথে প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয়।
অনলাইন এর মাধ্যমে আবেদন করে টাকা পাবে শিক্ষার্থীরা। আবেদন করতে কোন টাকা লাগবে না,
বিনামূল্যে নিজেরাই আবেদন করতে পারবে। নিজেদের মোবাইল ফোন থেকে যখন তোমরা কলেজে ভর্তি হবা তারপর
তোমাদের এই ভর্তি সহায়তা প্রদান করবে। এক্ষেত্রে তোমাদের অপেক্ষা করতে হবে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত।
সমন্বিত উপবৃত্তি –
সমন্বিত উপবৃত্তি প্রদান করা হবে সকল শিক্ষার্থীর মাঝে যারা কিনা কলেজে ভর্তি হবা অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার পরে এই উপবৃত্তি প্রদান করা হবে।
তোমাদের টানা দুই বছর এইচএসসি পর্যায়ে দুই বছর তোমরা সমন্বিত টাকা পাবা। একটি আবেদন ফরম পূরণ করার মাধ্যমে এটা তোমাদের এখানে তোমরা আবেদন করবা।
তবে কলেজে ভর্তি হওয়ার আগে, এই আবেদন শুরু হচ্ছে না কলেজে ভর্তি হওয়ার পরেই এই উপবৃত্তির আবেদন শুরু হবে।
সংখ্যালঘু উপবৃত্তি –
সংখ্যালঘু উপবৃত্তি প্রদান করা হবে। যে সকল শিক্ষার্থী মুসলমান কিন্তু প্রতিবন্ধী অটেস্টিক এছাড়াও অন্য ধর্মের
অনুসারী অর্থাৎ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মে শিক্ষার্থীরা এখানে সংখ্যালঘু উপবৃদ্ধি পাবে। কলেজে ভর্তি হওয়ার পরবর্তীতে
এই সংখ্যালঘুবতীর আবেদন শুরু করা হবে। আবেদন ফরম পূরণ করার মাধ্যমে এখানে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
চিকিৎসা অনুদান প্রদান –
১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত শিক্ষার্থীরা চিকিৎসা আবেদন পাবে। এখানে শুধুমাত্র এসএসসি
শিক্ষার্থী না সবাই আবেদন করে এখান থেকে টাকা পেতে পারবে। অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে,
যদি কোন শিক্ষার্থীর দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হয় তারা এখানে আবেদন করে আর্থিক সহায়তা নিতে পারে। টাকার পরিমাণ কোন নির্ধারণ করা হয়নি,
শিক্ষার্থীর আবেদন করার উপর নির্ভর করে টাকার পরিমাণ নির্ধারণ করা হবে। তবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.
Vaiya medha britti ashle kivabe jambo kindly ektu janaben