শিক্ষার্থী আর্থিক অনুদান ২০২৫ রেজাল্ট দেখুন

শিক্ষার্থী আর্থিক অনুদান ২০২৫ রেজাল্ট দেখুন

শিক্ষা মন্ত্রণালয় থেকে বছরের শুরুতে আর্থিক অনুদান আবেদন নিয়েছিল, সে আবেদনের ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

যেখানে প্রায় কয়েক হাজার শিক্ষার্থীর মাঝে এই টাকা প্রদান করা হচ্ছে। এছাড়া শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান ও টাকা পাচ্ছে।

আজকে আমরা আর্থিক অনুদান রেজাল্ট তুলে ধরছি যেখান থেকে শিক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখে নিতে পারবে।

আর্থিক অনুদান কারা কত টাকা পাবে ?

  • শিক্ষা প্রতিষ্ঠান – ১,০০,০০০ টাকা
  • শিক্ষক – ৩০,০০০ টাকা
  • ষষ্ঠ থেকে দশম – ৮,০০০ টাকা
  • একাদশ দ্বাদশ – ৯,০০০ টাকা
  • স্নাতক পর্যায়ে ১০,০০০ টাকা

কবে এই টাকা প্রদান করা হবে ?

ইতিমধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই এই টাকা শিক্ষার্থী এবং বাকিদের মাঝে প্রদান করা হবে। আবেদন করার সময় যে নাম্বার দিয়েছে সে নাম্বারে টাকা প্রদান করা হবে।

আর্থিক অনুদান রেজাল্ট ২০২৫

নিচে আমরা সকল বিষয়ে রেজাল্ট তুলে ধরছি। যেখান থেকে শিক্ষার্থীরা এবং বাকিরা দেখে নিতে পারবে তাদের রেজাল্ট কি এসেছে।

রেজাল্টে একজন শিক্ষার্থীর বিভাগ জেলা এবং থানা নাম উল্লেখ করা থাকবে এর সাথে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং নিজের নাম ও অ্যাপ্লিকেশন আইডি উল্লেখ করা থাকবে।

ষষ্ঠ থেকে অষ্টম – তালিকা দেখুন এখানে

নবম থেকে দশম – তালিকা দেখুন এখানে

একাদশ দ্বাদশ – তালিকা দেখুন এখানে

স্নাতক পর্যায়ে – তালিকা দেখুন এখানে

শিক্ষক – তালিকা দেখুন এখানে

শিক্ষাপ্রতিষ্ঠান – তালিকা দেখুন এখানে

6 Comments

  1. Yakin

    ভাইয়া আমি দ্বাদশ শ্রেণি শিক্ষার্থী। আপনার ভিডিও দেখে আর্থিক অনুদানের উপবৃত্তি আবেদন করেছি। গত ২৪/৬/২০২৫ তারিখে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস থেকে ৬ হাজার টাকা পেয়েছি। কিন্তু আমি কনফিউস আপনি বলেছেন ৯ হাজার টাকা করে দেবে?? কই মাত্র ৬ হাজার টাকা দিল। বাকিটা কি তারা খেয়ে দিল মনে হয়??? 🤔🥲😭

    • Rahamotulla

      ভাই আমি H.S.C পরীক্ষার্থী আমি আগের উপবৃত্তি টাকা বিকাশে পেয়েছিলাম কিন্তু এবারও এখনো বিকাশে টাকা পায়নি

      বিকাশ এ উপবৃত্তির টাকা কবে দিবে ভাই?

    • আর্থিক অনুদানের টাকা এখনো আসে নাই

  2. mohammad tuhin

    আমার সব কাগজ পএ জমা দেওয়ার পর ওও আমি উপবৃওি পাই নাই কিন্তু কেন আমারা তো শিক্ষা প্রতিষ্ঠান এই কথা বলছি বলছে যে তোমাদের কাজ পএ সব ঠিক আছে তাহলে সরকারের পক্ষে থেকে কোন অনুদান আসলে কেন আমাদের মোবাইলে সরকার কি এই সব বিষয়ে কোন ব্যবস্তা গ্রহন করে না দরিদ্র মানুষের পড়ালেখা খরচ বহন কষ্ট সাধ্য কিন্তু সরকারের অনুদান আমরা পাচ্ছি না 🥺

  3. Abu Sayed Rana

    ভাইয়া আর্থিক অনুদানের টাকা এখনও আসেন

  4. Jutimoy

    ভাইয়া আমার আবেদন গৃহীত হয়েছে। কিন্তু তালিকায় আমার নাম নাই কেন??🤔🥲

    আমি আবেদন করেছিলাম গত ৫ জানুয়ারী ২০২৫। সময়: ৫:৪মিনিটে। আবেদন গৃহীত হয়েছিলও। কিন্তু তালিকায় আমার নাম নাই??? 😭😭😭

    তার মানে আমি টাকা পাব না।😭😭😭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *